দেশে শীতের প্রকোপ আরো বাড়তে পারে

0
382

খবর ৭১: দেশের উত্তরাঞ্চলে ১৬ থেকে ২০ জানুয়ারি পর্যন্ত মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহের পূর্বাভাস রয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর থেকে জানা যায়, আজ (রোববার) ও আগামীকাল সোমবার রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। তবে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।
এ সময়ে সারা দেশের আকাশ মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ ছাড়া আগামী পাঁচ দিন আবহাওয়ার উল্লেখযোগ্য কোনো পরিবর্তন নাও হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here