ইউএনডিপির শুভেচ্ছাদূত জয়া আহসান

0
523
ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলো জয়ার সিনেমা
অভিনেত্রী জয়া আহসান। ছবি: সংগৃহীত

খবর৭১ঃ জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) শুভেচ্ছা দূত হলেন অভিনেত্রী জয় আহসান। ২০২২ সালে সংস্থাটির শুভেচ্ছা দূত হিসেবে কাজ করবেন তিনি।

শুভেচ্ছা দূত হিসেবে এই অভিনেত্রী মূলত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি অর্জনে সবার সচেতনতা বাড়াতে কাজ করবেন বলে ইউএনডিপি জানিয়েছে।

জয়া বলেন, ইউএনডিপির শুভেচ্ছাদূত হতে পেরে আমি আনন্দিত। ইউএনডিপির সঙ্গে দেশের মানুষের জন্য কাজ করতে পারব ভেবে নিজেকে সম্মানিত মনে করছি।

তিনি বলেন, আমাদের এই সুন্দর পৃথিবী রক্ষার জন্য যেই লক্ষ্যমাত্রা যা এসডিজি নামে পরিচিত, নির্ধারণ করা হয়েছে, ২০৩০ সালের মধ্যে সেটি অর্জন করতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আর আমি আমার কাজের মধ্যে দিয়ে এই বিষয়ে সচেতনতা বাড়াতে চেষ্টা করব, যেন আমরা সবাই মিলে বাংলাদেশসহ বিশ্বকে আরও সুন্দর, সহনশীল করে গড়ে তুলতে পারি।

ইউএনডিপির আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জি বলেন, জয়া আহসানের মতো একজন, যিনি শুধু জনপ্রিয় শিল্পী নন, পাশাপাশি সমাজ উন্নয়নে প্রতিজ্ঞাবদ্ধ, এমন একজন ইউএনডিপির শুভেচ্ছা দূত হওয়াতে আমরা সৌভাগ্যবান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here