সৈয়দপুর উপজেলার পাঁচটি ইউনিয়নে জয় পেয়েছেন যারা

0
302

মিজানুর রহমান মিলন সৈয়দপুর থেকে : কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই গতকাল রবিবার ( ২৬ ডিসেম্বর) সৈয়দপুর উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে পাঁচটি ইউনিয়নের চেয়ারম্যান পদের একটিতে আওয়ামী লীগ, তিনটিতে আওয়ামী লীগের বিদ্রোহী (বর্তমানে বহিস্কৃত) এবং একটিতে জাকের পার্টির মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন।
তুমুল হাড্ডাহাড্ডি লড়াইয়ে উপজেলার কামারপুকুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. আনোয়ার হোসেন সরকার (মোটর সাইকেল) পাঁচ হাজার ১৯০ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. জিকো আহমেদ (নৌকা) পেয়েছেন চার হাজার ৮৯২ ভোট। কাশিরাম বেলপুকুর ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জাকের পার্টির মনোনীত প্রার্থী মোঃ লানচু হাসান চৌধুরী (গোলাপফুল)। তিনি পেয়েছেন ছয় হাজার ৩৫৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. মনিরুজ্জামান বাদশা (মোটর সাইকেল) পেয়েছেন পাঁচ হাজার ৮১১ ভোট।
বাঙ্গালীপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডাঃ মো. শাহাজাদা সরকার (নৌকা) পাঁচ হাজার ৮৫৫ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী (বিএনপি-স্বতন্ত্র) মো. সাইদুল হক বাবলু (মোটরসাইকেল) পেয়েছেন তিন হাজার ৮৪৪ ভোট। বোতলাগাড়ী ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ( বর্তমানে বহিস্কৃত) মো. মনিরুজ্জামান জুন (ঘোড়া) পাঁচ হাজার ৫২৪ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. রওশন হাবিব ওরফে হাবিব চৌধুরী (অটোরিক্সা) পেয়েছেন পাঁচ হাজার ৪৪৯ ভোট। খাতামধুপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (বর্তমানে বহিস্কৃত) মো. মাসুদ রানা বাবু (পাইলট) সাত হাজার ৪০৪ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. জুয়েল চৌধুরী ( আনারস) পেয়েছেন ছয় হাজার ৯৭৮ ভোট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here