আফগানিস্তানে নারীদের জন্য নতুন নির্দেশনা

0
267

খবর৭১ঃ  আফগানিস্তানে নারীদের চলাচল নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে তালেবান সরকার। রোববার (২৬ ডিসেম্বর) এসব নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনায় বলা হয়, আফগানিস্তানে ট্যাক্সিতে উঠতে গেলে নারীদের হিজাব পরতেই হবে, ক্ষেত্রবিশেষে তাদের বোরকাও পরতে হবে। ট্যাক্সিচালকদেরও একগুচ্ছ নিয়ম মানতে হবে। তাদের কেমন ব্যবহার করতে হবে, সেই নির্দেশিকাও জারি করেছে প্রোপাগেশন অফ ভার্চু ও প্রিভেনশন অফ ভাইস মন্ত্রণালয়।

নতুন নির্দেশিকায় বলা হয়, নারীরা হিজাব না পরলে তাদের ট্যাক্সিতে নেওয়া যাবে না। কোনো নারী যদি ৭২ কিলোমিটার বা তার বেশি দূরত্বে যেতে চান, তাহলে তার সঙ্গে কোনো পুরুষ আত্মীয় থাকতেই হবে।

ট্যাক্সিচালকদের বলা হয়েছে, তাদের লম্বা দাড়ি রাখতে হবে। তাদের প্রার্থনার জন্য থামতে হবে। তারা ট্যাক্সিতে কোনো গান বাজাতে পারবেন না।

আফগানিস্তানের একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হারুন রহিমি তালেবানের এই নতুন নির্দেশের সমালোচনা করে ডয়েচে ভেলেকে বলেন, এর ফলে নারীদের সমস্যায় পড়তে হবে এবং প্রকাশ্য স্থানে তাদের নিরাপত্তা কমবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here