বাংলাদেশে ঢুকে ভারতীয় বিএসএফ’র হামলা বসত বাড়ী ভাংচুর , আহত ২

0
181
Exif_JPEG_420

কাজী শাহ্ আলম, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিংগীমারী গ্রামে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশের অভ্যান্তরে প্রবেশ করে বসত বাড়ি ভাংচুর করে, ককটেল বিষ্ফোরন করেছে এমন অভিযোগ সীমান্তবাসীর। ভয়ে পালাতে গিয়ে দুই নারী আহত হয়েছে।
জানাগেছে,সোমবার রাতে উপজেলার সিংগীমারী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের পকেট নাম এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ৪৭ বিএসএফ’র ফুলবাড়ী ক্যাম্পের একটি টহলদল বাংলাদেশের অভ্যান্তরে প্রবেশ করে। এলাকায় নুরল হক ওরফে নুরল পরীর পুত্র আয়নাল হকের বসত বাড়িতে হামলা চালায়। এ সময় তারা বসত বাড়ীর গেট ও ঘরের বেড়া ভাংচুর করেন। ভয় পালাতে গেয়ে আয়নালের মা মনোয়ারা বেগম ও শ্বাশুড়ী আনো বেগম আহত হয়েছে। স্থানীয়দের অভিযোগ, বিএসএফ ককটেল বিষ্ফোরন করেছে। খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে উপস্থিত হন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র সিংগীমারী ক্যাম্পের টহল দল।
৬১ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মীর হাসান মো: শাহরিয়ার মাহমুদ এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করে এ ঘটনার প্রতিবাদ জানিয়েছি। আজ (বুধবার) লিখিত প্রতিবাদ জানানো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here