পাইকগাছায় ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

0
469

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় নানা কর্মসূচির মধ্য দিয়ে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। এক বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম এর সভাপতিত্বে “ডিজিটাল বাংলাদেশের অর্জন, উপকৃত সকল জনগণ” প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। স্বাগত বক্তব্য রাখেন, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ। বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, ইউপি চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম, প্রধান শিক্ষক অজিত কুমার সরকার, খালেকুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবদীন, শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, এসআই সুজিত ঘোষ, প্রাক্তন প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলি, সহকারী অধ্যাপক আমান উল্লাহ আমান, আনসার ও ভিডিপি কর্মকর্তা আশালতা খাতুন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রদীপ কুমার পোদ্দার, তথ্য সেবা কর্মকর্তা তন্বী দাশ ও শিক্ষার্থী অনন্যা মন্ডল। অনুষ্ঠানে চিত্রাংকন ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পাইকগাছায় রোপা আমন বীজ উৎপাদন বিষয়ক কৃষক মাঠ দিবস পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ঃ
পাইকগাছায় রোপা আমন বীজ উৎপাদনের উপর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে পৌরসভার গোপালপুর এলাকায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান,গম ও পাট বীজ উৎপাদন সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ মাঠ দিবসের আয়োজন করে। কাউন্সিলর অহেদ আলী গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার অতিরিক্ত উপ-পরিচালক উদ্যান মহাদেব চন্দ্র সানা। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম। উপ-সহকারী কৃষি কর্মকর্তা মিন্টু রায়ের স ালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রদীপ কুমার পোদ্দার, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ধ্রুবজ্যোতি সরকার, কাউন্সিলর আলাউদ্দিন গাজী, সাবেক সাধারণ সম্পাদক এস এম আলাউদ্দিন সোহাগ। বক্তব্য রাখেন কৃষক সবুর মোড়ল, শ্যামাপদ মন্ডল, নজরুল গোলদার, হারুন অর রশিদ, হাবিবুর রহমান ও নাসির গোলদার। অনুষ্ঠানে গোপালপুর রোপা আমন বীজ উৎপাদনকারী কৃষকরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে কৃষি কর্মকর্তারা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সরকারের দুরদর্শিতার কারনে দেশে কোন খাদ্য ঘাটতি নেই। আমাদের বিভিন্ন ফসলের উন্নত জাত আছে, প্রযুক্তি আছে, এখন কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে পারলে ভবিষ্যতেও কখনো দেশে খাদ্য ঘাটতি হবে না। কর্মকর্তারা বিএডিসি ও কোম্পানির বীজের উপর নির্ভর না করে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃষক পর্যায়ে বীজ উৎপাদনের জন্য কৃষকদের প্রতি আহ্বান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here