করোনায় চার বিভাগে ৬ জনের মৃত্যু, শনাক্ত ৩২৯

0
193

খবর৭১ঃ রবিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ২১ হাজার ৬১২টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১.৫২ শতাংশ। এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৭৯ হাজার ৩২৫ জন। এর বিপরীতে মোট শনাক্তের হার ১৪.২০ শতাংশ।

গত এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৮৮ জন। মোট সুস্থ রোগীর সংখ্যা ১৫ লাখ ৪৪ হাজার ১৫০।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত এক দিনে যারা মারা গেছেন তাদের ৪ জন পুরুষ ও ২ জন নারী। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা ২৮ হাজার ২৮ জন।

করোনায় মোট মৃত নারী নারীর সংখ্যা ১০ হাজার ১০০ জন। আর মারা যাওয়া পুরুষের সংখ্যা ১৭ হাজার ৯২৮ জন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হয়। আর প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ। এরপর থেকে দুই দিন বাদে প্রতিদিনই মহামারিতে মৃত্যু ও শনাক্ত দেখেছে বাংলাদেশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here