দু-তিন দিন পর থেকে বাড়তে পারে শীত

0
513

খবর৭১ঃ  পঞ্জিকার পাতায় পৌষ আসতে আরও সপ্তাহখানেক বাকি। এর আগেই আগামী দুই থেকে তিন দিন পরই সারাদেশের তাপমাত্রা আরও কমতে পারে এবং বাড়বে শীত বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার রাতে আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস জানান, গত কিছুদিন দেশের প্রকৃতিতে হালকা শীত অনুভূত হলেও আগামী দু তিনদিন পর থেকে কমতে শুরু করবে তাপমাত্রা।

দেশের প্রকৃতিতে শীতের অনুভব পাওয়া গেছে বেশ কিছুদিন আগে থেকেই। তবে শীত জেঁকে বসার মতো ঠাণ্ডা এখনও পড়েনি। বরং ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে হওয়া বৃষ্টিপাতের পর গত কদিন দেশের তাপমাত্রা একটু ঊর্ধ্বগতির দিকেই।

আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয় আগামী দু-তিনদিন পর তাপমাত্রা কমলেও আপাতত শৈত্যপ্রবাহ হওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই। তবে ডিসেম্বরের শেষের দিকে আসতে পারে শৈত্যপ্রবাহ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here