রাজারহাট সদর ইউনিয়নের নৌকার প্রার্থীর বাসায় হামলা ও ভাংচুর

0
354

এ.এস.লিমন রাজারহাট(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজারহাট সদর ইউনিয়নের নৌকা মার্কার প্রার্থী মোঃ এনামুল হকের বাসায় হামলা এবং বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি সম্বলিত নৌকা প্রতীক ভাংচুরের অভিযোগে বৃহস্পতিবার রাতে সদর ইউপির বর্তমান চেয়ারম্যান ও আওয়ামীলীগ মনোনিত প্রার্থী মোঃ এনামুল হক বাদী হয়ে রাজারহাট থানায় ২২জনের নাম উল্লেখপূর্বক ২৫০/৩০০ জনকে অজ্ঞাত নামীয় আসামী করে রাজারহাট থানায় একটি এজাহার দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়,গতকাল কুড়িগ্রাম ২ আসনের সাবেক সংসদ সদস্যও কুড়িগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ জাফর আলী ০৯-১২-২০২১খ্রীঃ বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকার দিকে রাজারহাট সদর ইউনিয়ন হরিশ্বর তালুক গ্রামে গণসংযোগ শেষে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পার্শ্ববর্তী ভাটারপাড় বাজার নামক এলাকায় পৌঁছিলে উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য এবং রাজারহাট সদর ইউনিয়ন নির্বাচনে বিদ্রোহী প্রার্থী রহিম বাদশা( মোটরসাইকেল মার্কা)’র সমর্থন কৃষকলীগের সদস্য হরিশ্বর তালুক এলাকার জনৈক নুরুন্নবী জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাফর আলীকে নৌকা মার্কার প্রাথী এনামুল হকের বিরুদ্ধাচারণ করে অশ্লীল ভাষায় কথা বলা শুরু করে। পার্শ্বে নৌকা মার্কার প্রার্থী মোঃ এনামুল হক চেয়ারম্যান দাঁড়িয়ে থেকে সব কিছু শোনার একপর্যায়ে নুরুন্নবীকে জাফর ভাইয়ের সাথে পরে দেখা করে অভিযোগ দিতে বলেন এমতাবস্হায় নুরুন্নবী এনামুল চেয়ারম্যান সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পরে । পরবর্তী সময় ওই দিন রাত ৮টার দিকে রাজারহাট ইউনিয়নের আওয়ামীলীগের ৩ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মোঃ আজগার আলী ( টেলিফোনে মার্কা) উপজেলা যুবলীগের সাবেক সদস্য মোঃ মাজেদুর রহমান মন্ডল বুলন ( ঘোড়া মার্কা) বনানী থানা (ঢাকা) স্বেচ্ছাসেবক লীগের সাঃ সম্পাদক ও রাজারহাট উপজেলা আওয়ামীলীগের সদস্য রহিম বাদশা ( মোটর সাইকেল মার্কা) একত্রিত হয়ে রাজারহাট হ্যালিপ্যাড মাঠ থেকে
নৌকা হটাও মিছিল নিয়ে রাজারহাট হাসপাতাল রোডে মেকুরটারী (তেলিপাড়া) মোঃ এনামুল হক চেয়ারম্যানের ” চেয়ারম্যান বাড়ি ” নামক বাড়িতে হামলা চালিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত নৌকা ভাংচুর এবং বাড়ি- ঘরে ইট পাথর দিয়ে ঢিল ছোঁড়ে জানালার গ্লাস ভাংচুর করে । পরে এলাকার লোকজন এসে পরিস্থিতি সামাল দেয়। এ সময় কারো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার পরপরই রাজারহাট থানা পুলিশ ঘটনাস্হল পরিদর্শন সহ আলামত সংগ্রহ করেছেন।#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here