ইবি ছাত্রলীগের কমিটি বিলুপ্তি নিয়ে মধ্যরাতে ভূয়া প্রেস বিজ্ঞপ্তি

0
220

ইবি প্রতিনিধি: গত মধ্যরাতে ইবি ছাত্রলীগের কমিটি বিলুপ্তি ও সম্মেলন প্রস্তুতির জন্য পাঁচ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি সংক্রান্ত একটি প্রেস বিজ্ঞপ্তি ফেসবুকে ছড়িয়ে পড়ে। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষর জালিয়াতি করে প্রেস বিজ্ঞপ্তিটি প্রকাশ করাহয়। ইসলামী বিশ^বিদ্যালয় অ্যালমানাই অ্যাসোসিয়েশন গ্রুপে মিলন খান নামের ফেসবুক আইডি থেকে বিজ্ঞপ্তিটি প্রথম শেয়ার করা হয়। যা কয়েক মিনিটের মধ্যে ফেসবুকে ছড়িয়ে পরে। বিষয়টি নিয়ে বিব্রত কেন্দ্রীয় ও শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা। তারা ওই আইডির মালিককে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

বিষয়টি নিয়ে রাতেই ইবি শাখার দায়িত্বে থাকা কেন্দ্রীয় কমিটির উপ-তথ্য প্রযুক্তি সম্পাদক আশিকুর রহমান রুপক বলেন, প্রেস বিজ্ঞপ্তিটি ভূয়া। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের পক্ষ থেকে এরকম কোন বিজ্ঞপ্তি দেওয়া হয়নি। এটা নিয়ে তদন্ত করা হবে। একটা টিম কাজ করছে, যারা এ কাজের সাথে জড়িত অবশ্যই খুঁজে বের করা হবে।’

ইবি ছাত্রলীগের কমিটির বিষয়ে তিনি বলেন, ইবি শাখার ছাত্রলীগের নেতাকর্মী ও শিক্ষার্থীদের সাথে আমরা নিয়মিত যোগাযোগ রাখছি। খুব দ্রুতই কেন্দ্রীয় কমিটির সাথে সমন্বয় করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। আমরা দায়িত্বপ্রাপ্তরা ক্যাম্পাসে যাবো। এ নিয়ে আমাদের একটা পরিকল্পনা আছে।’

এ বিষয়ে বিশ^বিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, ‘ ভূয়া প্রেস বিজ্ঞপ্তি যারা তৈরী করেছে অনতিবিলম্বে তাদের শাস্তি দাবী করছি। এ অপরাধ যারা করেছে তাদেরকে যেন ছাত্রলীগ থেকে বহিস্কার করা হয়।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here