সৈয়দপুরে পিকআপ থামিয়ে ফিল্মি স্টাইলে ডিম ব্যবসারীর ২ লাখ ৮৫ হাজার টাকা ছিনতাই

0
230

মিজানুর রহমান মিলন সৈয়দপুর :
নীলফামারীর সৈয়দপুরে পিকআপ থামিয়ে ফিল্মি স্টাইলে এক ডিম ব্যবসায়ীর ২ লাখ ৮৫ হাজার টাকা ছিনতাই করেছে দুই ছিনতাইকারী। আজ রবিবার সকাল নয়টায় শহরের উপকন্ঠ সৈয়দপুর-দিনাজপুর বাইপাস সড়কের ওয়াপদা রেলওয়ে ঘুন্টির অদূরে ছিনতাইয়ের ওই ঘটনা ঘটে। ছিনতাই হওয়া টাকাগুলোর মালিক সৈয়দপুর শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কের আব্বাস ভ্যারাইটিস্ স্টোরের শফিকুল ইসলামের (কাল্লু) বলে জানা গেছে। জানা যায়, ওই প্রতিষ্ঠানের ডিম সংগ্রহের কাজে নিয়োজিত পিকআপ চালক আব্দুল বারেক তার সহকারি আতিকুল ও আশফাকুল আজ রবিবার সকাল সাড়ে ৮ টায় ডিম সংগ্রহের জন্য ২ লাখ ৮৫ হাজার টাকা নিয়ে একটি পিকআপে করে লালমনিরহাটে পাটগ্রামে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা দেন। সকাল পৌণে নয়টার দিকে পিকআপটি নিয়ে উল্লিখিত এলাকায় পৌঁছুলে পিছন থেকে মোটরসাইকেল নিয়ে আসা দুই ব্যক্তি পিকআপটির গতিরোধ করে। এ সময় ছিনতাইকারীরা প্রথমে সাইড দেওয়া নিয়ে পিকআপ চালক আব্দুল বারেকের সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। কিছুক্ষণ পরেই কোন কিছু বুঝে ওঠার আগেই পিকআপ চালকের বুকে পিস্তল ঠেকিয়ে তাদের সাথে ব্যাগে থাকা ২ লাখ ৮৫ হাজার টাকা নিয়ে সটকে পড়ে। ঘটনার পর পিকআপ চালক আব্দুল বারেক মালিক শফিকুল ইসলাম কাল্লুকে মুঠোফোনে বিষয়টি জানালে তিনি ঘটনাস্থলে গিয়ে ঘটনাটি শোনেন। জানতে চাইলে ডিম ব্যবসায়ী শফিকুল ইসলাম কাল্লু ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি শ্বাসকষ্ট জনিত কারণে অসুস্থ থাকায় থানায় অভিযোগ করতে পারেনি। তবে থানায় লিখিত অভিযোগ করবেন বলে জানান তিনি । প্রসঙ্গত, এর আগে গত ২২ নভেম্বর শহরের সৈয়দপুর – পার্বতীপুর রোড়ের কদমতলী এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে একই ডিম ব্যবসায়ীর পিকআপ থেকে ৬১ হাজার ৫শ’ টাকা ছিনতাই হয়। একই ব্যবসায়ীর পর পর একই ধরণের ঘটনা ঘটায় রহস্যের সৃস্টি হয়েছে।

জানতে চাইলে সৈয়দপুর থানার ডিউটি অফিসার মো. আহম্মেদ উল্লাহ বলেন, ঘটনার খবর পেয়ে থানার একটি দল ঘটনাস্থলে যান। ক্ষতির শিকার ব্যবসায়ীকে অভিযোগ করতে বলা হলেও এখন পর্যন্ত(রাত সাড়ে ৭ টা) কেউ অভিযোগ করেননি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here