ঠাকুরগাঁওয়ের হরিপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

0
185

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, নোনা নদীতে (যাদুরাণী বড় ব্রিজ) এ দুইজন শিশু পানিতে ডুবে যাওয়া এক শিশুকে জীবিত উদ্ধার করতে পারলেও এক জনের মৃত দেহ উদ্ধার করেছে রংপুরের বিশেষ ডুবুরি দল ও হরিপুর ফায়ার সার্ভিসের কর্মীরা৷

শনিবার (৪ ডিসেম্বর) বিকাল সাড়ে চারটার সময় নোনা নদী (যাদুরাণী বড় ব্রিজ) এর পশ্চিম পাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে সাব্বির হোসেন (৭) ও মোস্তাফিজুর রহমান (৪) নামে দুই শিশু, পরক্ষণে তারা দুইজনে পানিতে পড়ে যায়। এরপর ব্রিজে কাজে থাকা একজন শ্রমিক শিশু মোস্তাফিজুর রহমান কে দেখতে পায়৷ এবং পানিতে থেকে তাকে জীবিত উদ্ধার করে৷ পরে শিশুটিকে জিজ্ঞাসা করা হলে সে বলে, আমার সাথে আরো একজন ছিল৷ সে আগে পানিতে পড়ে ডুবে যায়৷ পরে হরিপুর ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারের অনেক চেষ্টা করে ব্যর্থ হয়৷
রবিবার (৫ ডিসেম্বর) সকাল ৯ টার সময় ডুবুরীর একটি টিম পানিতে নেমে ২০ মিনিটে মধ্যে পানি থেকে সাব্বির হোসেন (৭) এর মৃত দেহ উদ্ধার করে৷
জানাযায়,জীবিত মোস্তাফিজুর রহমান নন্দগাঁও (ধানহাটী) গ্রামের আব্দুল মতিনের ছেলে ও মৃত সাব্বির হোসেন নন্দগাঁও(গণাগাছি) গ্রামের আনোয়ারের ছেলে৷
এ ব্যাপারে হরিপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন,গতকাল বিকাল ৫:৪৫ মিনিটে বাচ্চা পানিতে ডুবে যাওয়ার খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে আমাদের সাধ্যমতো কয়েক ঘন্টা চেষ্টা করে ব্যর্থ হলে আমরা রংপুর নিয়ন্ত্রণ অফিসে ডুবুরী টিম চাইলে আজ সকালে ডুবুরী টিম একজনের লাশ উদ্ধার করে।
হরিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন,আমার বিষয়টি অবগত আছি৷
নিখোঁজ শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here