যত সমালোচনাই হোক কাজ করে যাব: প্রধানমন্ত্রী

0
182

খবর৭১ঃ
যত সমালোচনাই হোক মানুষের জন্য কাজ চালিয়ে যাওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, যে যেটাই বলুক বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের কাজ করে যাচ্ছি এবং কাজ করে যাব।

রবিবার একাদশ জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশনের সমাপনী বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী।

সরকারপ্রধান বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এই গতি যেন আর কেউ রোধ করতে না পারে। নানারকম চক্রান্ত ষড়যন্ত্র থাকবে এবং সেগুলো মাথায় নিয়েই চলতে হবে। আজকে আমরা উন্নয়নশীল দেশের যে মর্যাদা পেয়েছি সেটা বাংলাদেশের জনগণেরই অবদান।’

শেখ হাসিনা বলেন, বাংলাদেশ উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশের লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে। করোনাকালের ক্ষতি ২০২৬ সালের মধ্যে বাংলাদেশ কাটিয়ে উঠতে পারবে। আর ২০৪১ সালে বাংলাদেশ হতে পারে উন্নয়ন সমৃদ্ধ দেশ। সেই লক্ষ্য নিয়েই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

তবে উন্নয়নের পথে বাধা সৃষ্টির জন্য নানা প্রতিবন্ধকতার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, তার সঙ্গে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে হয়েছে। এরপরে কোভিড-১৯ আমাদের মোকাবেলা করতে হয়েছে।

‘বিশ্বের অর্থনীতির চাকা যখন স্থবির তখন আমরা চাকা সহজ রেখেছি। এর ফলাফল দেশের অর্থনীতি গতিশীল রেখে সামনে এগিয়ে যাচ্ছি। আমাদের লক্ষ্য ২০৪১ সালে উন্নত সমৃদ্ধ দেশে পরিণত করা। এজন্য আমরা প্রেক্ষিত পরিকল্পনা করেছি। এটা বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশের মানুষ সুন্দর জীবন পাবে।’

তিনি বলেন, ‘উন্নয়নশীল দেশে যাওয়ার কারণে আমরা সুবিধা যেমন পাবো তেমনি, স্বল্পোন্নত দেশের সুযোগগুলো পাবো না। অবশ্য আমরা ২০২৬ সাল পর্যন্ত সময় চেয়ে নিয়েছি করোনাকালের সময়ের ক্ষতি পুষিয়ে নেয়ার জন্য।’

সব বাধাবিপত্তি ও ষড়যন্ত্র মোকাবেলা করে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে সরকার প্রধান বলেন, ‘স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের কারণে সারা বিশ্বে বাংলাদেশকে ব্রান্ডিং করার সুযোগ সৃষ্টি হয়েছে।’

স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে গ্রাজুয়েশন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আমাদের পরিকল্পনাগুলো বাস্তবায়নের জন্য এটি সম্ভব হয়েছে। জনগণের সার্বিক উন্নয়নে আমরা প্রচেষ্টা চালিয়েছি। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতির পিতার জন্মশত বার্ষিকীতে এই অর্জন আমাদের জন্য অনেক গৌরবের। এটি বাঙালি জাতির বিরল সম্মান ও অনন্য অর্জন। সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে পরিকল্পিতভাবে এগিয়েছি বলেই আমরা অর্জন করতে পেরেছি। অনেক সমালোচনার সম্মুখীন হতে হয়েছে। সমালোচনায় আমরা কান না দিয়ে অভীষ্ঠ লক্ষ্য নিয়ে এগিয়েছি। সঠিক দিক নির্দেশনা নিয়েই আমরা রাষ্ট্র পরিচালনা করি।’

গত তিন সংসদ নির্বাচনের বিষয় উল্লেখ করে সরকার প্রধান বলেন, ‘জনগণ প্রতিটি নির্বাচনে বিজয়ী করার কারণে উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন করেছি। এই কাজ আমরা সহজভাবে করতে পেরেছি কিন্তু তা নয়। এই যাত্রাপথ কখনো সুগম ছিল না। আমাদের অনেক প্রতিবন্ধকতা মোকাবিলা করতে হয়েছে। অনেক সমালোচনা শুনতে হয়েছে। আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে হত্যা, গাড়িতে আগুন, অগ্নিসন্ত্রাস, হরতাল, অবরোধ- সেই অবরোধ বিএনপি এখনো প্রত্যাহার করেনি।’

জাতির পিতাকে হত্যার বিষয়টি তুলে ধরে বঙ্গবন্ধুকন্যা বলেন, ‘যাদের জন্য জাতির পিতা সারাটা জীবন ত্যাগ স্বীকার করেছেন সেই বাঙালি জাতির হাতে তার জীবন দিতে হলো। আমি সব কিছু জেনে জীবনের ঝুঁকি নিয়ে পিতার স্বপ্ন পূরণের জন্য দেশে ফিরে আসি।

জাতির পিতার স্বপ্ন পূরণের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘বার বার আঘাত এসেছে কিন্তু কেন জানি না আল্লাহ রাব্বুল আল আমিন বার বার বাঁচিয়েছেন। দেশ ও মানুষের সেবা করার সুযোগ পেয়েছি বলেই বাংলাদেশকে একটা মর্যাদায় উন্নীত করতে সক্ষম হয়েছি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here