সাগরে ট্রলারে সিলিন্ডার বিস্ফোরণ, ১২ জেলে দগ্ধ

0
419

খবর৭১ঃ সাগরে মাছ ধরার একটি ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অন্তত ১২ জন জেলে দগ্ধ হয়েছেন বলে জানা গেছে। শনিবার রাত ১১টার দিকে বঙ্গোপসাগরের কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধুরুং ইউনিয়নের উলিচর পয়েন্টে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্র জানায়, দগ্ধদের মধ্যে ৯ জনকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

কুতুবদিয়া থানার ওসি মোহাম্মদ ওমর হায়দার খান জানান, রাত ১১টার দিকে সমুদ্রে মাছ ধরা শেষে ট্রলারটি উলিচর পয়েন্টে পৌঁছালে ‘গ্যাস সিলিন্ডার’ বিস্ফোরিত হয়। পরে সিলিন্ডারের আগুন ট্রলারে থাকা তেলের ড্রামের সংস্পর্শে এলে মুহূর্তেই তা পুরো ট্রলারে ছড়িয়ে পড়ে। এতে সেখানে থাকা ১২ জন জেলে দগ্ধ হন। আগুন থেকে বাঁচতে এক পর্যায়ে জেলেরা সাগরে ঝাঁপ দেন।

এ সময় পাশে থাকা অন্য একটি ট্রলারের জেলেরা তাদের উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ৯ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনাকবলিত ট্রলারটির মালিক মো. আনসার হোসেন কুতুবদিয়ার দক্ষিণ ধুরুং ইউনিয়নের উলিচর এলাকার বাসিন্দা।

জেলেদের উদ্ধারের পর ঘটনাস্থলের আশপাশে থাকা অন্য ট্রলারের জেলেদের চেষ্টায় ওই ট্রলারের আগুন নিয়ন্ত্রণে আসে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here