বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে মিয়ানমারের ৩০ সেনা নিহত

0
429

খবর৭১ঃ মিয়ানমারের সরকারি বিরোধী আন্দোলনে গঠিত বিদ্রোহী সংগঠন গ্রুপ পিপলস ডিফেন্স ফোর্সের (পিডিএফ) সঙ্গে সংঘর্ষে দেশটির সেনাবাহিনীর অন্তত ৩০ জন নিহত হয়েছে। মিয়ানমারের উত্তর-পশ্চিম প্রশাসনিক এলাকা সেগিংয়ে সোমবার এই সংঘর্ষের ঘটনা ঘটে।

..
ভারতের বার্তা সংস্থা এএনআই এবং রেডিও ফ্রি এশিয়ার বরাতে জানা গেছে, সেগিং অঞ্চলে মিয়ানমারের জান্তা সেনাদের অভিযান শুরুর পর এই হতাহতের ঘটনা ঘটে।

সোমবার সকালে পেল শহরের বাইরে অভিযান চালাতে আসা সামরিক বাহিনীর একটি কনভয় ল্যান্ডমাইনের কবলে পড়ে। এ বিস্ফোরণে একজন কমান্ডারসহ অন্তত ৩০ সেনা সদস্য নিহত হন।

বার্তা সংস্থাকে পিডিএফের এক সদস্য জানান, রবিবার থেকেই ওই কনভয় আসার অপেক্ষায় ছিল পিডিএফ যোদ্ধারা। কনভয়ে একজন সিনিয়র কমান্ডার থাকবেন বলেওও তাদের কাছে তথ্য ছিল।

২০২১ সালের ১ ফেব্রয়ারি রক্তপাতহীন এক অভ্যুত্থানের মধ্য দিয়ে অং সন সু চি-র নেতৃত্বাধীন সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী। ধরপাকড় চালানো হয় সু চি-র দলের নেতাকর্মীদের ওপর। অন্যদিকে দেশের বিভিন্ন স্থানে জান্তা সরকারের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ শুরু করে বিদ্রোহীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here