হাতীবান্ধায় তিস্তার পানি বৃদ্ধি খুলে দেওয়া হয়েছে সবগেট,ভয়াবহ বন্যার আশংখ্যা

0
201

কাজী শাহ্ আলম , লালমনিরহাট প্রতিনিধি: মাত্র ৪ দিনের ব্যবধানে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় আবারো তিস্তার পানি বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার ব্যারেজের সব গেট খুলে দেয়া হলেও বিপদ সীমার ১৮ সেন্টি মিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, ভয়াবহ বন্যার আশংখ্যা করছে ব্যারেজ কর্তৃপক্ষ। রোপা আমন সহ উঠতি ফসলের ব্যাপক ক্ষতি।
গত ১৪ আগষ্ট আকর্ষীক বন্যায় ব্যারেজ পয়েন্টে বিপদ সীমার ১০ সেন্টি মিটার উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় ভাটিতে নিম্মনা লের ৫ হাজার মানুষ পানি বন্দি হয়ে পরে। বন্যায় রোপা আমন সহ উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। আর এ ক্ষতি সামলে উঠতে না উটতে মাত্র ৪ দিনের ব্যবধানে বৃহস্পতিবার সকাল থেকে আবারো পানি বাড়তে থাকে, সকাল ৬ টায় ব্যারেজ পয়েন্টে পানি প্রবাহ রেকট করা হয় ৫২’৭৬ সেন্টি মিটার। যাহা স্বাভাবিকের চেয়ে বিপদ সীমার ১৬ সেন্টি মিটার উপরে।
সন্ধা ৬টায় এ খবর লেখার সময় পর্যন্ত পানি বৃদ্ধি পেয়ে বিপদ সীমার ১৮ সেন্টি মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও উজান থেকে ধেয়ে আসা পানির গতিবেগ দেখে ভয়া বহ বন্যার আশংখ্যা করছে তিস্তা ব্যারেজ পুর্বাভাস কেন্দ্র কর্তৃপক্ষ এবং বন্যা কবলিত এলাকার মানুষ। ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লা আল মামুন জানান, ব্যারেজের সব গেট খুলে দেয়া হলেও পানি বৃদ্ধি পেয়ে বিপদ সীমার ১৮ সেন্টি মিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। ব্যারেজ পয়েন্টে বর্তমান পানি ৫২.৭৮ সে.মি দিয়ে প্রবাহিত হচ্ছে।
জানাগেছে, গত এক সপ্তাহে বন্যার পানিতে ব্যারেজের ভাটিতে প্লাবিত হয়েছে ১৪ টি গ্রাম। বৃদ্ধি পেয়েছে তীব্র ভাঙ্গন। ইতো মধ্যে এক হাজারের বেশি ঘড় বাড়ী নদী গর্ভে বিলিন হয়ে গেছে। এখবর লেখা সময় পর্যন্ত পানি একই গতিতে প্রবাহিত হয়েছিল বলে দোয়ানি তিস্তা ব্যারেজ পুর্বাভাস কেন্দ্র কর্তৃপক্ষ জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here