শেয়ারবাজারের সব কোম্পানির ‘ফ্লোর প্রাইস’ তুলে নেওয়া হলো

0
140

খবর৭১ঃ শেয়ারবাজারে তালিকাভুক্ত সব কোম্পানির শেয়ারের বেঁধে দেওয়া ফ্লোর প্রাইস তুলে নেওয়া হয়েছে। ফলে এখন থেকে কোনো কোম্পানির শেয়ারে সর্বনিম্ন দাম বা ফ্লোর প্রাইস থাকছে না।

বৃহস্পতিবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

এর আগে গত বছরের ১৯ মার্চ তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর ওপর ফ্লোর প্রাইস আরোপ করা হয়। শেয়ারের দামের পতন ঠেকাতে এই ব্যবস্থা চালু করা হয়েছিল।

ফ্লোর প্রাইস আরোপের আগে ১৮ মার্চ দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স নেমেছিল ৩ হাজার ৬০০ পয়েন্টে। ফ্লোর প্রাইসের কারণে নির্ধারিত সীমার নিচে শেয়ারের দাম না নামায় ২৫ মার্চ ডিএসইএক্স সূচকটি বেড়ে দাঁড়ায় ৪ হাজার পয়েন্টে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here