সুন্দরগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

0
270

আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের উত্তর মরুয়াদহ গ্রামে জোৎস্না বেগম (২৮) নামে গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।
বিভিন্ন সূত্রে জানা যায, বুধবার সকালে উক্ত ইউনিয়নের দক্ষিণ মরুয়াদহ গ্রামে জোৎস্না বেগমের পৈত্রিক পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন সম্পন্ন হয়েছে। জোৎস্না বেগম উক্ত গ্রামের মৃত দছিজল হকের মেয়ে। এরআগে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে জোৎস্না বেগমের মৃত্যু হয়। জোৎস্না বেগমের চাচা রবিউল ইসলাম অভিযোগ করে বলেন, তার ভাতিজীর সঙ্গে একই ইউনিয়নের উত্তর মরুয়াদহ গ্রামের সোলায়মান হোসেনের ছেলে রেজাউল ইলসলাম ওরফে কালুর সঙ্গে ৮/৯ বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকে জামাই কালুসহ পরিবারের সবাই তার ভাতিজী জোৎস্না বেগমকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত। এরই এক পর্যায়ে সোমবার দিনগত রাতে ভাতিজী জোৎস্না বেগমকে নির্যাতন করলে তার মৃত্যু হয়। ঘটনা ভিন্নখাতে প্রবাহের চেষ্টায় জোৎস্না বেগমের মূখে কিটনাশক ঢেলে দিয়ে তাকে হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎস্যক মৃত বলে ঘোষণা করেন। এ ব্যাপারে রেজাউল ইসলাম ওরফে কালুর সঙ্গে মোবাইল ফোনে কয়েকদফা কথা হলে তাকে পাওয়া যায়নি।
গাইবান্ধা সদর থানা অফিসার ইনচার্জ- মাহফুজুর রহমান জানান, এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here