করোনায় দেশে আরও ১৬ মৃত্যু, শনাক্ত ৬৯৭

0
303
করোনায় আরও ১৪ মৃত্যু, শনাক্ত ৮৯০

খবর৭১ঃ গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে আরও ৬৯৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৬ জন। এ নিয়ে সরকারি হিসাবে দেশে করোনায় ৭ হাজার ৯২২ জনের মৃত্যু হলো। এই সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ৭৩৬ জন।

সোমবার করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৭০৭টি নমুনা পরীক্ষা করা হয়। এসব পরীক্ষায় ৬৯৭ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫ লাখ ২৮ হাজার ৩২৯ জনে। এ পর্যন্ত ৩৪ লাখ ৭০হাজার ১৬০টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

আর ৭৩৬ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে হয়েছে ৪ লাখ ৭৩ হাজার ১৭৩ জন।

গত একদিনে যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১২ জন ও নারী চারজন।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ; তা ৫ লাখ পেরিয়ে যায় ২০ ডিসেম্বর। এর মধ্যে গত ২ জুলাই ৪ হাজার ১৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা এক দিনের সর্বোচ্চ শনাক্ত।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২৯ ডিসেম্বর তা সাড়ে সাত হাজার ছাড়িয়ে যায়। এর মধ্যে ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা এক দিনের সর্বোচ্চ মৃত্যু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here