অর্থ আত্মসাতের মামলায় সাহেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

0
301
রিজেন্টে চেয়ারম্যান সাহেদের ব্যাংক হিসাব জব্দ

খবর৭১ঃ করোনা পরীক্ষায় জালিয়াতির অভিযোগের মামলায় গ্রেপ্তার এড়িয়ে আত্মগোপনে থাকা রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যানে মো. সাহেদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

সোমবার সন্ধ্যায় ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলাম এই আদেশ দেন।

আদালতের সংশ্লিষ্ট সূত্র জানায়, দুটি পৃথক মামলায় এই আদেশ দেয় আদালত। তিন কোটি ৬৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে এই মামলা দায়ের করে মাসুদ এন্টারপ্রাইজ।

করোনা পরীক্ষায় জালিয়াতির অভিযোগে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদসহ ১৭ জনের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা করেছে র‌্যাব। এরপর থেকে আওয়ামী লীগের কথিত নেতা মো. সাহেদ পলাতক রয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ইতিমধ্যে জানিয়েছেন, সাহেদ বড় অন্যায় করেছেন, তার অপকর্মের ব্যাপারে ইতিমধ্যে র‌্যাব-পুলিশ তদন্ত শুরু করেছে। তাকে খোঁজা হচ্ছে, তিনি যেখানেই থাকুক, তাকে আত্মসমর্পণ করতে হবে, নতুবা পুলিশ তাকে ধরে ফেলবে। সাহেদ যেকোনো সময় গ্রেপ্তার হতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here