ঝালকাঠিতে করোনার ১০১তম দিনে সনাক্ত ১০১ জন, উপসর্গ সহ মৃত্যু ২২ জনের

0
782
ঝালকাঠিতে নতুন করে আক্রান্ত ২২ জন জেলায় মোট আক্রান্ত ১৪৭ জন

খবর৭১ঃ

রতন আচার্য্য, ঝালকাঠি প্রতিনিধিঃ করোনা সনাক্তের মঙ্গলবার ছিল ১০১ তম দিন ।আর এই ১০১ তম দিনে ঝালকাঠি জেলাজুড়ে মোট করোনায় আক্রানÍ হয়েছে ১০১ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে সনাক্ত হলো আরো ৪ ব্যক্তি। এরমধ্যে ২জন কাঁঠালিয়া উপজেলায়, একজন রাজাপুরে এবং অপরজন জেলা সদরে।

ঝালকাঠি ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাক্তার আবুয়াল হাসান বিষয়টি নিশ্চিত করেন।তিনি আরও জানান, করোনা সনাক্তদের মধ্যে নতুন ৬ জন সহ মোট ৪৩ জন সুস্থ হয়েছেন। অপর দিকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত মোট মৃত্যুও হয়েছে ৪ জনের, এবং করোনার উপসর্গ নিয়ে আরো ১৮ জনের মৃত্যু হয়েছে। এদিকে প্রতিদিন নতুন করে করোনা সনাক্ত সংখ্য বেড়ে যাওয়ায় শঙ্কিত দখিন জনপদ ঝালকাঠির সচেতন মহল। ঝালকাঠি জেলা প্রশাসক মো: জোহর আলীর নির্দেশে প্রতিদিন দোকানপাট ও পথঘাটে স্বাস্থ্যবিধি রক্ষায় ভ্রাম্যমাণ আদালত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে।

সংক্রমণ রোগ প্রতিরোধ ও স্বাস্থ্যবিধি রক্ষায় লংঙ্ঘনকারীদের করা হচ্ছে আর্থিক দন্ড। প্রসঙ্গত, গত ৮ মার্চ দেশে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তি সনাক্ত হয়েছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here