নেত্রকোনার মদনে উচিতপুর পর্যটন এলাকায় দুইশত গাছ রোপন উদ্বোধন

0
476
নেত্রকোনার মদনে উচিতপুর পর্যটন এলাকায় দুইশত গাছ রোপন উদ্বোধন
ছবিঃ আব্দুল আওয়াল।

খবর৭১ঃ

আব্দুল আওয়ালঃ পর্যটন এলাকা মিনি কক্সবাজার নেত্রকোনা মদন উচিতপুরের সৌন্দর্য্য বৃদ্ধির জন্য উচিতপুর স্বোচাসেবী সমাজকল্যাণ সংগঠনের আয়োজনে ও বেসরকারি সংস্থা বারসিক এর সহযোগিতায় বুধবার মদন সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রী কলেজ থেকে উচিতপুর ট্রলার ঘাট পর্যন্ত রাস্তার দু’পাশে বৈচিত্রময় দুইশত দেশীয় ফুলের গাছ রোপন উদ্বোধন করেন জেলা প্রশাসক মঈনউল ইসলাম।

এ সময় উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়ালীউল হাসান, ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ শফিকুল ইসলাম,সহকারি কমিশনার ভূমি আতিকুল ইসলাম,উপজেলা কৃষি অফিসার নাজমূল হাসান, প্রাণিসম্পদ কর্মকর্তা মাসুদ করিম ছিদ্দিকী, প্রেসক্লাব সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, বারসিকের রিজুয়ানাল কো- অর্ডিনেটর অহিদুররহমান, সহযোগী সমন্বয়কারী শংকর প্রমূখ উপস্থিত ছিলেন। রাস্তার দু’পাশে দুশত, কৃষ্ণ চূড়া, কাঠবাতাম, শুনালো, শিমুল, পলাশ গাছ রোপন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here