মিরপুর ১৪’র আগুন নিয়ন্ত্রণে

0
496

খবর৭১ঃ রাজধানীর মিরপুর ১৪ কাফরুলে বহুতল ভবনে লাগা আগুন প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে এসেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট কাজ করে। ফায়ার সার্ভিসের পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে যোগ দেন সেনাবাহিনী, নৌবাহিনী ও পুলিশ সদস্যরা। হতাহতের কোনো ঘটনা নেই।

রবিবার (১৪ এপ্রিল) সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। বিকেল ৫টা ৫মিনিটে আগুনের সূত্রপাত হয়েছিল।

ভবনটি সিটি টাউন চাইনিজ রেস্টুরেন্ট নামে পরিচিত। রেস্টুরেন্টের ওপর ষষ্ঠ ও সপ্তম তলায় গার্মেন্টসের গোডাউন আছে। সেখানে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট। প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এসময় রুহুল আমিন ন‌ামে একজন ফায়ারম্যান আহত হয়েছে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, ভবনটি বাণিজ্যিক কাজে ব্যবহৃত হতো। এখানে রেস্টুরেন্ট, মার্কেট ও কারখানা ছিলো। তবে ছুটির দিন হওয়ায় ভবনটি ফাঁকা ছিলো। কেবল কয়েকটি প্রতিষ্ঠানের নিরাপত্তারক্ষী সেখানে ছিলেন। আগুন লাগার পর তারা নিরাপদেই ভবন থেকে বের হয়ে যান।

তারা আরও জানান, দুটি মই দিয়ে জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুন নিয়ন্ত্রণে স্থানীয়রাও যথেষ্ট সহায়তা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here