শেখ কাজিম উদ্দিন, বেনাপোল : মায়ানমার সীমান্তরক্ষী পুলিশ বাহিনীর ৯ সদস্যের একটি প্রতিনিধি দল বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্প পরিদর্শন করেছেন। এসময় প্রতিনিধি দলটি নোমান্সল্যান্ডে বিজিবি ও বিএসএফের যৌথ প্যারেড উপভোগ করেন।
মঙ্গলবার(১০ জুলাই) বিকাল সাড়ে ৫টার সময় প্রতিনিধি দলটি বেনাপোল চেকপোস্ট পৌছায়। এসময় বিজিবি ও বিএসএফের পক্ষ থেকে তাদের শুভেচ্ছা জানান।
মায়ানমার প্রতিনিধি দলে ছিলেন, সীমান্তিরক্ষী পুলিশ বাহিনীর ব্রিগ্রেডিয়ার জেনারেল মাইওথান এর নেতৃত্বে ৯ সদস্য।
পরিদর্শনকালিন বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন, বিজিবির দক্ষিন-পশ্চিম রিজিওন কমান্ডার তৌহিদুল ইসলাম ও ৪৯ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আরিফুল হক।
ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফের পক্ষে ছিলেন, ৬৪ ব্যাটালিয়ন বিএসএফের অধিনায়ক কর্ণেল রাভি ভুষণ।
এদিকে মায়ানমার সীমান্তরক্ষী পুলিশ প্রতিনিধি দলের আগমন উপলক্ষ্যে বেনাপোল ও ভারতের পেট্রাপোল সীমান্তে বিভিন্ন প্রশাসনিক সংস্থ্যার নিরাপত্তা জোরদার করা হয়। প্যারেড উপভোগ শেষে মায়ানমার প্রতিনিধি দল খুলনার উদ্দেশ্যে বেনাপোল চেকপোস্ট ত্যাগ করেন।
খবর ৭১/ইঃ