১৯৫৬ সালের পর এবার নোবেল পুরস্কার বিতরণ অনুষ্ঠান বাতিল

0
364
১৯৫৬ সালের পর এবার নোবেল পুরস্কার বিতরণ অনুষ্ঠান বাতিল

খবর৭১ঃ করোনা ভাইরাসের ভয়ে চলতি বছরের নোবেল পুরস্কার বিতরণ অনুষ্ঠান বাতিল করার হয়েছে। ১৯৫৬ সালের পর নোবেল পুরষ্কার বিতরণের এবার প্রথমবারের জন্য বাতিল করা হয়েছে।

হিন্দুস্থান টাইমসের খবরে বলা হয়, প্রাণঘাতী করোনার ভয়ে ৬৪ বছর পর প্রথমবারের মতো বাতিল করা হয়েছে এই নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠান। গত মঙ্গলবার নোবেল ফাউন্ডেশন এই ঘোষণা দেয়।

খবরে বলা হয়, পুরস্কার প্রদান অনুষ্ঠান বাতিল হলেও ২০২০ সালের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। বহুমাত্রিক নোবেল ফাউন্ডেশনের চেয়ারম্যান লার্স হেইকেনস্টেন জানান, করোনা মহামারির কারণে নোবেল প্রদান অনুষ্ঠান আয়োজন করা হবে না।

জানা যায়, নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠান বাতিল হয়েছিল সর্বশেষ ১৯৫৬ সালে। হাঙ্গেরিতে সোভিয়েত ইউনিয়নের আগ্রাসনের প্রতিবাদে সেবার নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠান বাতিল করা হয়েছিল। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও এই অনুষ্ঠান বাতিল করা হয়। এছাড়া ১৯০৭ ও ১৯২৪ সালেও নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠান বাতিল করা হয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here