খবর৭১ঃ রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী অভিযানে ব্যাপক পরিমাণ ইয়াবাসহ শতাধিক মাদক কারবারীকে আটক করেছে র্যাব-২।
শুক্রবার (২২ মার্চ) সকাল ৬টা থেকে শুরু হওয়া এ অভিযান চলে সকাল সাড়ে ১০টা পর্যন্ত। অভিযানে ১৩টি স্পটে থেকে প্রায় শতাধিক মাদক কারবারীকে আটক করা হয়।
অভিযান শেষে সাংবাদিকদের এসব কথা জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুফতি মাহমুদ খান।
মুফতি মাহমুদ খান বলেন, প্রায় পাঁচ শতাধিক র্যাব সদস্য নিয়ে র্যাব-২ সম্বনয়ে জেনেভা ক্যাম্পের চারপাশে ঘিরে ফেলে। এ সময় ভেতরে মাদক ব্যবসায়ীদের তল্লাশি করে। যাদের কাছে মাদক পাওয়া যায় তাদেরকে আটক করা হয়।
র্যাবের ডগ স্কোয়াড বোম ডিসপোজাল ইউনিটসহ বেশ কয়েকটি ইউনিটের সমন্বয়ে এই অভিযান পরিচালনা করা হয়।
এদিকে সরেজমিনে দেখা যায়, অভিযানের সময় মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্প এলাকায় আশেপাশে আতঙ্ক ছড়িয়ে যায়। অনেকে অভিযোগ করেন মাঝে মাঝে অভিযানে মাদক ব্যবসায়ীর পাশাপাশি সাধারণ মানুষ এই অভিযানের শিকার হন।
খবর৭১ঃ