রাস্তায় ঘুরে ঘুরে মাইকিং করছেন তাহসান!

0
539

খবর ৭১ঃ আসিতেছে। আপনার প্রিয় প্রেক্ষাগৃহে। আপনাদের পছন্দের চলচ্চিত্র ‘যদি একদিন, ‘যদি একদিন’, ‘যদি একদিন’। না বজ্রকন্ঠের মাজাহারুল ইসলাম না, মাইক্রোফোন হাতে সড়ক কথা গুলো তাহসানকে বলতে শোনা যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো লোকারণ্য একটি জায়গায় তাহসানের এমন প্রচারণা বেশ উপভোগ করেন উপস্থিত জনতা।

ঘুরে বেড়ান ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরো এলাকা। রিকশার উপরে বাধা একটি মাইক। উদ্দেশ্য তার ক্যারিয়ারের প্রথম সিনেমা ‘যদি একদিন’-এর প্রচার চালানো।

নায়কের ঐতিহ্যবাহী এই প্রচারণায় সঙ্গে ছিলেন সিনেমাটির পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।

পুরনো স্টাইলে এই প্রচারণা সম্পর্কে তাহসানের বক্তব্য, ‘ছবি মুক্তির আগে সাধারণ মানুষের আগ্রহ কীভাবে বাড়ানো যায় সেই উপায় খুঁজছিলাম। দলের ফটোগ্রাফার রিয়াজ মাইকিং করার পরামর্শ দেন। তিনি বলেন, যদি ঘটা করে এই কাজটা করা যায় তাহলে দারুণ হবে। তখন আমি বললাম, কাজটি তো আমি নিজেই করতে পারি। মনে হলো, এটা পুরনো ঐতিহ্য, মানুষকে আকৃষ্ট করবে।’

‘যদি একদিন’-এ তাহসান নায়িকা হিসেবে পেয়েছেন ওপার বাংলার সুপারস্টার শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। আছেন ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত তারকা তাসকিন রহমানও। ৮ মার্চ বিশ্ব নারী দিবসে সিনেমাটি সারা দেশের ৩০টি গ্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here