তালায় আওয়ামীলীগের দলীয় প্রার্থীর সাথে মনোনয়ন পত্র জমা দিলেন সমবায় অফিসের পরিদর্শক অজয় ঘোষ

0
363

তালা(সাতক্ষীরা)  প্রতিনিধিঃ
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে তালা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও আওয়ামীলীগের দলীয় প্রার্থী ঘোষ সনৎ কুমারের মনোনয়ন জমা দেওয়ার সময় উপজেলা সমবায় অফিসের এক কর্মকর্তার উপস্থিতি নিয়ে সাধারন জনগণের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (২৬ফেব্রুয়ারী) বেলা ১২টা ৪৫ মিনিটে উপজেলা নির্বাচন অফিসে মনোনয়ন জমা দিতে যান উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও আওয়ামীলীগের দলীয় প্রার্থী ঘোষ সনৎ কুমার। এসময় উপজেলা নির্বাচন অফিসে মনোনয়ন জমাদানকালে দলীয় নেতাকর্মীদের সাথে মনোনয়ন জমা দিতে দেখা যায় উপজেলা সমবায় অফিসের পরিদর্শক অজয় কুমার ঘোষকে। মনোনয়ন জমা দেওয়ার পর প্রার্থীর সাথে ফটোসেশনেও অংশ নেন সমবায় অফিসের ওই কর্মকর্তা । পরে প্রার্থী ও দলীয় নেতাকর্মীর সাথে তিনি নির্বাচন অফিস থেকে বেরিয়ে যান। দলীয় প্রার্থীর সাথে মনোনয়ন পত্র জমাদানকালে সমবায় অফিসের কর্মকর্তার উপস্থিতি নিয়ে সাধারন মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
এবিষয়ে উপজেলা সমবায় কর্মকর্তা তাসলিমা পারভীন জানান, আমার অফিসের কাউকে মনোনয়ন পত্র জমাদান সংক্রান্ত নির্বাচন অফিসে পাঠায়নি । যদি কেউ রাজনৈতিক নেতাদের সাথে সেখানে মনোনয়ন পত্র জমা দিতে গিয়ে থাকে সেটা তার নিজস্ব ব্যাপার । এবিষয়ে সাতক্ষীরা জেলা সমবায় কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ হাসান মাহমুদ জানান,সরকারি কোন কর্মকর্তা কর্মচারী রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখতে পারেন না।যদি এমনটা হয় তাহলে তিনি বিষয়টি খতিয়ে দেখবেন।
উপজেলা সমবায় অফিসের পরিদর্শক অজয় কুমার ঘোষ বিষয়টির সত্যতা স্বীকার করেছেন তবে তিনি এবিষয়ে বিস্তারিত কোন মন্তব্য করতে রাজি হননি।
উল্লেখ্য, জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি চাকুরেদের রাজনীতিতে সম্পৃক্ততার ১৯৭৯-এর বিধিমালা অনুযায়ী কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে রাজনীতিতে সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেলে সেটি অসদাচরণ বলে গণ্য হবে।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here