নড়াইলের আমাদা আদর্শ কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা!

0
266

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের আমাদা আদর্শ কলেজের ৫০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে। কলেজ মিলনায়তনে কৃতি শিক্ষার্থীদের হাতে পদক ও সনদপত্র তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি নড়াইল-২ আসনের সংসদ সদস্য শেখ হাফিজুর রহমানসহ অন্যান্য অতিথিবৃন্দ। আমাদের নড়াইল প্রতিনিধি উজ্জ্বল রায় জানান, এ সময় উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি সিকদার আব্দুল হান্নান রুনু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহীদুর রহমান, কলেজ অধ্যক্ষ আল ফয়সাল খান, লোহাগড়া থানার ওসি প্রবীর কুমার বিশ্বাস, ওসি (তদন্ত) মনিরুল ইসলাম, অবসরপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী ও ঢাকাস্থ নড়াইল জেলা সমিতির সভাপতি শিক্ষানুরাগী শৈলেন্দ্রনাথ সাহা, বেসরকারি সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আজাদুল কবির আরজু, অ্যাডভোকেট এমএম আলাউদ্দিন, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য আবুল কাশেম খান, গাজী শহিদুর রহমান ইদ্রিস, আসাদুজ্জামান মন্ডল, টিএম মনিরুজ্জামান, লতিফা বেগম ও সুলতান মাহমুদ, খালেক শেখ, সদরুল আলম খান, সুলতান আহম্মেদ রিন্টু, আজাদ মোল্যা, লুৎফর রহমান মন্ডল, করিম শেখ, আফতাব শেখ, এ সময় গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা, ক্লাবটির সকল সদস্যবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। কৃতি শিক্ষার্থী শারমিন, সাকিলা, রুবেল, রাকিবুল ইসলাম বাঁধন ও নয়ন মৃধাসহ অন্যরা বলেন, ভালো ফলাফলের জন্য কলেজ কর্তৃপক্ষ আমাদের মূল্যায়ন করায় কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ ধরণের উৎসাহ শিক্ষাক্ষেত্রে ও পেশাগত জীবনে এগিয়ে যেতে অগ্রণী ভূমিকা পালন করবে। দেশ ও জাতির কল্যাণে ভালো কাজ করারও প্রত্যয় ব্যক্ত করেন কৃতি শিক্ষার্থীরা। এছাড়া আমাদা আদর্শ কলেজের পক্ষ থেকে নড়াইল-২ আসনের সংসদ সদস্য শেখ হাফিজুর রহমানসহ অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। জানা যায়, কলেজটি ২০০৪ সালে প্রতিষ্ঠিত হলেও এমপিওভূক্ত হয়নি। প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ২০০৬ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল করায় ৫০ ছাত্রছাত্রীকে কৃতিত্বের পদক ও সনদপত্র প্রদান করা হয়।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here