শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুর পৌরসভার মেয়র ও ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি রফিকুল ইসলাম কোতোয়াল বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা পেয়েছে। তিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌত্বের প্রতিক। আর বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে যাচ্ছেন। সে কারণেই বাংলাদেশ আজ বিশ্বে মডেল রাষ্ট্র। ৭১ ও ৭৫’র পরাজিত শক্তিরা দেশ বিরোধী নানান ষড়যন্ত্রে লিপ্ত। তাদেরকে প্রতিহত করতে হবে। আর উন্নয়ন ও অগ্রযাত্রার ধারাবাহিকতা বজায় রাখতে আবারও শেখ হাসিনা মনোনীত প্রার্থীকে নৌকায় ভোট দিয়ে আওয়ামীলীগকে ক্ষমতায় আনতে হবে। এজন্য দলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মঙ্গলবার দুপুরে শরীয়তপুর পৌর অডিটোরিয়ামে শরীয়তপুর পৌরসভা আয়োজিত ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৩ তম শাহদাৎ বার্ষিকীর আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশগ্রহণ করেন, আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ইকবাল হোসেন অপু, জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আবদুর রব মুন্সী, সাবেক সাধারণ সম্পাদক আবুল ফজল মাস্টার, উপদেষ্টা আলহাজ্ব নূর মোহাম্মদ কোতোয়াল, শরীয়তপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মনোয়ার হোসেন, জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য ফারুক আহাম্মদ তালুকদার, আজিজুল হক পাহাড়, যুবলীগের সভাপতি এম এম জাহাঙ্গীর, সাধারন সম্পাদক নুহুন মাদবার। এ সময় উপস্থিত ছিলেন, শরীয়তপুর পৌরসভার প্যানেল মেয়র-১ বাচ্চু বেপারী, প্যানেল মেয়র-২ হোসেন মোহাম্মদ আলমগীর, কাউন্সিলর সাইফুর রহমান রাজ্জাক মোল্যা, আব্দুর রশিদ সরদার, মোতালেব ঢালী, সঞ্জীব নাগ, আমির হোসেন সিকদার, কাশেম মোল্যা, মো. সিদ্দিক, রোকেয়া আক্তার, ফেরদৌসী আক্তার, ইমু আক্তার, সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক মাস্টার আবুল কালাম তালুকদার, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক আলী আজ্জম মাদবর, মহিলা লীগের যুগ্ম আহবায়ক সামিনা ইয়াসমিন, যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক মিজানুর রহমান লিটন, সদর উপজেলার যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি হোসেন সরদার, সাধারন সম্পাদক বিল্লাল হোসেন দিপু, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারন সম্পাদক শাহদাত হোসেন পাহাড়, ছাত্রলীগের যুগ্ম আহবায়ক রাশেদ উজ্জামান, সদর উপজেলার সভাপতি শহিদুল ইসলাম কোতোয়াল, নারী নেত্রী সুফিয়া রহমান, সুমি আক্তার, নাসিমা আক্তার প্রমুুখ।
খবর ৭১/ই: