শরিফুল ইসলাম দেলদুয়ার(টাঙ্গাইল)প্রতিনিধিঃ
টাঙ্গাইলের দেলদুয়ারে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসন অভিযান শুরু করেছে। বুধবার সন্ধ্যায় উপজেলার ফাজিলহাটি ইউনিয়নের চরপাড়া ও শাহধারীপাড়া এলেংজানী নদীতে বসানো ২টি ড্রেজারের ৪০০ ফুট ৫ ইি পিভিসি পাইপ ধ্বংস করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও সাবিনা ইয়াসমিন। গোপন সংবাদে অভিযানের পূর্বেই নদীতে বসানো ড্রেজার মেশিন পাইপ থেকে বিচ্ছিন্ন করে নদীর স্রোতে ভাসিয়ে দেন মালিক পক্ষ । পরে নদীর তীরে থাকা বালু উত্তোলনে সহায়ক সরঞ্জাম ৫ ইি ব্যাসের পিভিসি পাইপ ধ্বংস করা হয়। এ কাজে সহায়তা করে দেলদুয়ার থানা পুলিশ।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিনা ইয়াসমিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় এলেংজানী নদীতে অবৈধভাবে বসানো ড্রেজার মেশিন উচ্ছেদে অভিযান চালানো হয়। অভিযানের সংবাদ পেয়ে ড্রেজারের মালিক ড্রেজার নিয়ে পালিয়ে যায়। পরে সেখানে ৪০০ ফুট পিভিসি পাইপ ধ্বংস করা হয়।
খবর ৭১/ইঃ