মোঃ আব্দুল হালিম,ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি: ফুলবাড়িয়া চকরাধাকানাই হাফেজিয়া মাদ্রাসার ছাত্র মোঃ হোসাইন আহামেদ (১৫) নিখোঁজের নয় দিন অতিবাহিত হলেও তার কোন সন্ধান পাওয়া যায় নি। পুত্রের সন্ধান না পাওয়ায় পরিবারের মধ্যে দিন দিন এক ধরনের উৎকন্ঠা বেড়েই চলছে।
ছাত্র নিখোঁজের ঘটনায় মাদ্রাসার মোহতামিম হাফেজ আলী আকবর গত বুধবার সন্ধ্যায় ফুলবাড়ীয়া থানায় একটি সাধারন ডায়েরি করেছেন। জিডি নং- ৭২৩।
মুক্তাগাছা উপজেলার মহিষতারা গ্রামের দিন মুজুর দুলাল মন্ডলের পুত্র মোঃ হোসাইন আহামেদ গত ২৭ জুন ফুলবাড়িয়া উপজেলার চকরাধাকানাই মধ্যপাড় হাফেজিয়া মাদ্রাসার ভর্তি করানো হয়। ১২ জুলাই সকালে মাদ্রাসা থেকে নিখোঁজ হয়। নিখোঁজ হোসাইন আহামেদের উচ্চতা ৫ ফুট তিন ইি , গায়ের রং ফর্সা। যদি কেউ নিখোঁজ মাদ্রাসার ছাত্রের সন্ধান পান তাহলে ০১৭৯১৪৮৬৭৮৮ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
খবর ৭১/ইঃ