উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের দুলাল মিষ্টি ভান্ডার ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি এবং বাসি মিষ্টি বিক্রির অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ সময় প্রায় ৮ কেজি পচা, বাসি মিষ্টি ও নোংরা মিষ্টিজাত পণ্য ধ্বংস করা হয়। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়ের রিপোটে,জানা যায়, ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আজ দুপুরে বাজার এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এমএম আরাফাত হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অভিযান চলাকালে নড়াইলের লোহাগড়া কাঁচা বাজার এলাকার দুলাল মিষ্টি ভা-ারে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি এবং বাসি মিষ্টি বিক্রির ঘটনায় দোকানীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে প্রায় ৮ কেজি পচা, বাসি মিষ্টি ও নোংরা মিষ্টিজাত পণ্য ধ্বংস করা হয়।
খবর ৭১/ইঃ