ইন্দোনেশিয়ায় ফেরি ডুবে ১২৮ যাত্রী নিখোঁজ

0
363

খবর৭১: ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের টোবা হ্রদে ফেরি ডুবে অন্তত ১২৮ যাত্রী নিখোঁজ রয়েছেন। দেশটির তল্লাশি ও উদ্ধার সংস্থার শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, তারা নিখোঁজদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন।

এ ঘটনায় এখনও পর্যন্ত ১৮ জনকে উদ্ধার করা হয়েছে এবং একজনের নিহত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে।

‘সিরার বানগুন’ নামের কাঠের ফেরিটি সোমবার স্থানীয় সময় ৫টা ৩০ মিনিটে টোবা লেকের কাছাকাছি ‘টিগারাস’ বন্দরে ডুবে যায়।

কর্তৃপক্ষ এপর্যন্ত ৯৪ জনের নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে, এই সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মেদান শহরের কাছাকাছি অবস্থিত অনুসন্ধান ও উদ্ধার এজেন্সির প্রধান বুদিয়াওয়ান সংবাদ সংস্থা রয়টার্সকে বলেন, ‘অনেক লোক তাদের কাছে অভিযোগ করেছেন যে তাদের আত্মীয়রা নিখোঁজ রয়েছেন।’

তিনি বলেন, জনাকীর্ণ নৌকাটিতে ১৫০ জন যাত্রী এবং ৫৫টি মোটরবাইক ছিল।

জাতীয় দুর্যোগ সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, বেঁচে যাওয়াদের অনুসন্ধানে শত শত উদ্ধারকারী তাদের অনুসন্ধান কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

পুলিশের একটি বিবৃতি অনুযায়ী, সাগরের পানি থেকে ব্যাগ, জ্যাকেট, একটি আইডি কার্ড এবং অন্যান্য আইটেম উদ্ধার করা হয়েছে, তবে নতুন কোনও বেঁচে যাওয়া ব্যক্তিকে পাওয়া যায়নি।

জাহাজটিতে কোনও বিদেশি ছিল কিনা তা এখনো স্পষ্ট নয়।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here