কিমের সঙ্গে বৈঠক বাতিল করলেন ট্রাম্প

0
250

খবর৭১: উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সঙ্গে পূর্ব নির্ধারিত ১২ জুনের আলোচিত বৈঠকটি বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

উত্তর কোরিয়ার সম্প্রতি একটি বিবৃতিতে ‘তীব্র ক্ষোভ ও প্রকাশ্যে শত্রুতা’র ওপর ভিত্তি করে বৃহস্পতিবার তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন। ট্রাম্প বলেন, ‘কিমের সঙ্গে বৈঠকে অংশ নেয়াটা ‘অনুপযুক্ত’ হবে।’

বৈঠকটি আগামী ১২ জুন সিঙ্গাপুরে অনুষ্ঠিত হওয়ার জন্য নির্ধারণ করা হয়েছিল।

কিমকে এক চিঠিতে ট্রাম্প লিখেছেন, ‘আমি আপনার সঙ্গে বৈঠকের জন্য উদগ্রীব ছিলাম। কিন্তু দুঃখজনকভাবে আপনার সাম্প্রতিক এক বিবৃতি ছিল ক্ষোভে ভরা এবং প্রকাশ্য শত্রুতামূলক। তাই আমি মনে করি পূর্ব নির্ধারিত বৈঠকটির জন্য এখন যথাযথ সময় নয়।’

তিনি ওই চিঠিতে আরও লিখেছেন, ‘আপনি আপনার পারমাণবিক সক্ষমতার কথা বলেছেন। কিন্তু আমাদের কাছে এর চেয়েও ভয়াবহ ও শক্তিশালী অস্ত্র রয়েছে। কিন্তু আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যেন এগুলো কখনও ব্যবহৃত না হয়।’

এদিকে বৃহস্পতিবার উত্তর কোরিয়ার এক কর্মকর্তা যুক্তরাষ্ট্রের ভাইস-প্রেসিডেন্ট মাইক পেন্সের বক্তব্যকে উড়িয়ে দিয়েছেন। ‘উত্তর কোরিয়াকে লিবিয়ার ভাগ্য বরণ করতে হবে’- পেন্সের এমন বক্তব্যের জবাবে তাকে স্টুপিড বলেও সম্বোধন করেন ওই মুখপাত্র। সূত্র: বিবিসি
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here