ইউ এন ওর তৎপরতায় বাল্যবিয়ে থেকে রক্ষা পেলো তিনটি শিশু

0
304

রাজিব আহম্মেদ, শাহজাদপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে গত দু‘দিনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল হুসেইন খানের হস্তক্ষেপে স্কুল পড়ুয়া ছাত্রীসহ ৩টি বাল্য বিবাহ বন্ধ হয়েছে। এলাকাবাসী সুত্রে জানা যায়, উপজেলার কায়েমপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মুরুটিয়া গ্রামের ছানোয়ার হোসেনের মেয়ে সপ্তম শ্রেণিতে পড়ুয়া সোনিয়া খাতুন (১৩) এর সাথে একই ইউনিয়নের চিনাধুড়িয়া গ্রামের আব্দুল মজিদের পুত্র মোঃ মামুন হোসেনের সাথে বিয়ের দিন ধার্য হয়। উভয় পক্ষেরই সকল প্রকার আয়োজনও সম্পন্ন হয়। খবর পেয়ে কায়েমপুর ইউনিয়নের চেয়ারম্যান হাসিবুল হক হাসান, ইউপি সদস্য আব্দুস ছাত্তার ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল হুসেইন খান ঘটনাস্থলে পৌছে এ বাল্য বিয়ে বন্ধ করে দেন। শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল হুসেইন খান আরো জানান, এ দিন বেলতৈল ও কায়েমপুর ইউনিয়নে আরো ২টি বাল্য বিবাহ বন্ধ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here