ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট

0
298

খবর ৭১: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। কুমিল্লার দাউদকান্দিতে সৃষ্ট এই যানজটে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। চট্টগ্রাম থেকে ঢাকাগামী পণ্যবাহী যানজটের চাপে অনেকটা নাকাল হয়ে পড়েছে যোগাযোগব্যবস্থা।

মঙ্গলবার মহাসড়কের চান্দিনার মাধাইয়া থেকে দাউদকান্দির টোলপ্লাজা পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। বুধবার সকালেও দেখা গেছে একই অবস্থা। এতে মহাসড়কে চলাচলকারী যাত্রীরা সীমাহীন দুর্ভোগে পড়েছেন।

হাইওয়ে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আপ্রাণ চেষ্টার পরেও এই দুর্ভোগ কমেনি।

এদিকে যানজটে আটকেপড়া পণ্যবাহী যানবাহনগুলোর চালকদের মাঝে শুকনো খাবার, জুস ও পানি বিতরণ করেছে জেলা পুলিশ।

চালকদের অভিযোগ, দাউদকান্দি টোল প্লাজায় ওজন নিয়ন্ত্রণ স্কেলে ঢাকামুখী পণ্যবাহী যানবাহনে ওজন নিয়ন্ত্রণ পরীক্ষার নামে চাঁদাবাজির কারণে ঢাকামুখী সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হচ্ছে। ১০ মিনিটের রাস্তা যেতে সময় লাগছে ৭-৮ ঘণ্টারও বেশি।

হাইওয়ে পুলিশের দাউদকান্দি থানার ওসি আবুল কালাম আজাদ জানান, গত কয়েক দিন ধরে দাউদকান্দিতে যানজটের ফলে গাড়ি থেমে থেমে চলছে। মহাসড়কে যানবাহনের গতি অনেক কম, তাই যানজটের সৃষ্টি হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here