শায়েস্তাগঞ্জ পৌর এলাকায় ১১টি গ্রামে গ্যাস না থাকায় মানুষের চরম দুর্ভোগ

0
357

মঈনুল হাসান রতন হবিগঞ্জ প্রতিনিধি : শায়েস্তাগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডের মধ্যে ১০টি গ্রামে গ্যাস না থাকায় লোকজনের চরম দুর্ভোগ পৌহাতে হচ্ছে। শায়েস্তাগঞ্জ ইউনিয়ন থেকে পৌরসভায় রূপান্তরিত হলেও ৪টি ওয়ার্ড ছাড়া বাকী ৫টি ওয়ার্ডের মানুষ গ্যাস সুবিধা থেকে বঞ্চিত। ১৯৯৮ সালে শায়্স্তোগঞ্জকে পৌর সভায় রূপান্তরিত করা হয়। এরপর থেকে পৌরসভার সার্বিক উন্নয়ন হলেও ১১টি গ্রামের জনসাধারণ জ্বালানী গ্যাসের সুবিধা থেকে বঞ্চিত রয়েছে। পৌরসভার ২, ৭, ৮ ও ৯ ওয়ার্ডে গ্যাস সুবিধা থাকলেও বাকী ১, ৩,৪,৫ ও ৬ নং ওয়ার্ডবাসীরা প্রায় ২০ বছর ধরে গ্যাস সুবিধা পাচ্ছে না। পৌরএলাকার সুদিয়াখলা, লেঞ্জাপাড়া, চরনুর আহম্মদ, দাউদনগর, বিরামচর (আংশিক), কলাপাড়া, পূর্ববাগুনীপাড়া, দক্ষিণবড়চর, পূর্ববড়চর, কুতুবের চক, শ্যামপুর, জামতলী গ্রামবাসীরা গ্যস না থাকায় জ্বালানী হিসেবে কাঠ, কয়েল লাকরি, বাঁশ, তুস ইত্যাদি দিয়ে তাদের জ্বালানী ব্যবস্থা করে নিতে হচ্ছে প্রতিদিন। ওই ওয়ার্ডবাসীদের সাথে আলাপকালে তারা জানায়, পৌরসভার ২০ বছরে সার্বিক উন্নয়ন হলেও জ্বালানী গ্যাস থেকে আমরা বঞ্চিত। শায়েস্তাগঞ্জ পৌর শহরের ১ ও ৬ নং ওয়ার্ডের মধ্য দিয়ে রেল পথ হওয়ায় ওই ৫টি ওয়ার্ডের গ্যাসের সংযোগ দিতে পারেনি কর্তৃপক্ষ। এরই কারণে ওয়ার্ডবাসিন্দারা গ্যাস সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। জ্বালানী লাকড়ীর দাম বেড়ে যাওয়ায় তাদের চরম দুর্ভোগ পৌহাতে হচ্ছে। লাকরি আগের মত পাওয়া যাচ্ছে না বলে আরও বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে। এতে করে তাদের জ্বালানী খাতে খরচ বাড়ছে দিন দিন। গ্যাস বঞ্চিত ওয়ার্ডবাসীদের দাবী দ্রুত পৌরসভার পক্ষথেকে ওই গ্রামগুলোতে গ্যাসের ব্যবস্থা করে দেওয়ার জন্য। এদিকে হবিগঞ্জ জালালাবাদ গ্যাস ফিল্ড থাকা সত্বেও শায়েস্তাগঞ্জ পৌরসভার বাকী ৫টি ওয়ার্ডে গ্যাস সংযোগ থেকে বঞ্চিত রয়েছেন এলাকাবাসী। ১১টি গ্রামের গ্যাস সংযোগ না থাকায় গ্রামবাসী কষ্ট করে তাদের জ্বালানী কাজ পরিচালনা করেছেন।

খবর ৭১/ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here