সাদা মনের মানুষ ও মাদক নিয়ন্ত্রণে পুলিশ বাহিনীর গর্বিত ওসি আসলাম উদ্দিন

0
357

রাজ এমডি আলী আকবর বাঙ্গাল:
শরীয়তপুর জেলার নড়িয়া থানায় বর্তমানে মাদক সেবী ও মাদক ব্যবসায়ীদের কাছে আতংকের নাম ওসি আসলাম উদ্দিন। নড়িয়া থানায় দায়িত্ব গ্রহনের পর থেকেই সরকারের নির্দেশ মোতাবেক মাদকের বিরুদ্ধে থানা পুলিশকে নেতৃত্ব দিয়ে ইতিমধ্যে সুনাম কুড়িয়েছেন, নড়িয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম উদ্দিন। বেশ কয়টি মাদক চক্রের মূলহোতা গ্রেফতার সহ নিয়ন্ত্রনে বিশেষ ভূমিকা রাখতে সক্ষম হয়েছেন তিনি। বর্তমানে অনেক মাদক ব্যবসায়ীরাই গ্রেফতার আতংকে এলাকা ছেড়েছেন। ফলে এখন আর নড়িয়া থানাধীন বিভিন্ন এলাকায় উন্মুক্তভাবে মাদক ব্যবসা ও সেবন নেই বললেই চলে। তার সুনাম ছড়িয়ে পড়েছে পুরো পুলিশ বাহিনীতে। ফলে বর্ষসেরা ওসি হিসেবে সরকারী-বেসরকারীভাবে সম্মাননা ও পুরস্কার কুড়িয়েছেন তিনি। সাদা মনের মানুষ ও মাদক নিয়ন্ত্রণে সফল ভূমিকা রাখায় শিল্প ও সংস্কৃতি মন্ত্রনালয়ের অনুমোদিত দেশের বর্ষসেরা ওসি হিসেবে কমিটম্যান্ট স্বর্ণপদক ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন মেজর জেনেরাল (অবঃ) প্রফেসর এ. আর খান। সম্প্রতি তাকে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং মুক্তিযোদ্ধা হলে  অনুষ্ঠানের মাধ্যমে সম্মাননা প্রদান করা হয়। এ সময় অনুষ্ঠানে দেশ বরেন্য ব্যক্তিত্ব আবু ওসমান চৌধূরী, সাবেক সেনা প্রধান হারুন অর রশিদ, খন্দকার রুহুল আমীন, অতিরিক্ত সচিব মাকসুদুর রহমান, রোকন উদ দৌলাসহ দেশবরন্য শিল্পী, সাহিত্যক ও নাট্যকার এবং রাজনৈতিক বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে, ওসি আসলাম উদ্দিনকে সফলতায় সম্মাননা স্মারক প্রদান করা হয় পুলিশ বাহিনীর পক্ষ থেকেও। রবিবার তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন, শরীয়তপুরের পুলিশ সুপার আব্দুল মোমেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) আব্দুল হান্নান ও এএসপি (হেড কোয়াটার) তানভীর হায়দার সহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ (ওসি) গণ উপস্থিত ছিলেন।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here