কুড়িগ্রামে কবিগুরুর জন্মজয়ন্তী উপলক্ষে শিল্পকলা একাডেমির সপ্তাহব্যাপি কর্মসূচি

0
294

কুড়িগ্রাম প্রতিনিধি : বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭তম জন্মজয়ন্তী উপলক্ষে কুড়িগ্রাম জেলা শিল্পকলা একাডেমি সপ্তাহব্যাপি কর্মসূচি গ্রহন করেছে। তারই অংশ হিসেবে বুধবার সকাল ১১টায় কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বাঙ্গালী চেতনা ও সংস্কৃতিকে সমৃদ্ধ করতে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোছা: সুলতানা পারভীন।
জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা: এস.এম আমিনুল ইসলাম, কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রবীন্দ্রনাথ চক্রবর্তী, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি একেএম সামিউল হক নান্টু, মানিক চৌধুরী প্রমুখ। পরে স্কুলের শিক্ষার্থীদেরকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
আগামি ১৪ মে পর্যন্ত কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, কাঁঠালবাড়ী ডিগ্রি কলেজ ও পিটিআই, কুড়িগ্রামে একই কর্মসূচি পালন করা হবে।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here