২৪ ঘন্টার মধ্যে মার্কিন ঘাঁটির নিয়ন্ত্রণ নেবে ইরান!

0
307

খবর ৭১:ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির নৌবিভাগের প্রধান রিয়ার অ্যাডমিরাল আলী ফাদাভি বলেছেন, পারস্য উপসাগরে মার্কিনীদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সময় লাগবে মাত্র ২৪ ঘন্টা।

তারা যে দিকে তাকাবে সেদিকেই ইরানি নৌসেনাদের দেখতে পাবে বলেও তিনি মন্তব্য করেন। রোববার ইরানে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আলী ফাদাভি আরও বলেন, পারস্য উপসাগর, ওমান সাগর ও ভারত মহাসাগরে নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সাগরে নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে আঞ্চলিক দেশগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

আলী ফাদাভি বলেন, বর্তমানে মধ্যপ্রাচ্যে যে অনিরাপত্তা দেখা দিয়েছে তার পেছনে রয়েছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্স। অতীতেও তারা একই কাজ করেছে।

আইআরজিসির নৌবিভাগের প্রধান বলেন, পারস্য উপসাগরে মার্কিনীরা আগের চেয়ে বেশি আজ্ঞাবহ হয়েছে। তবে পারস্য উপসাগরের নিরাপত্তার জন্য সেখান থেকে মার্কিন বের করা জরুরি। সূত্র: পার্সটুডে।

খবর ৭১/ এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here