বজ্রবৃষ্টির আশঙ্কায় দিল্লিতে সতর্কতা

0
286

খবর ৭১ঃ ভারতে ধূলিঝড় ও বজ্রবৃষ্টিতে কমপক্ষে ১২৪ জন নিহত হওয়ার পর দিল্লি সহ আশপাশের এলাকায় আজ রোববার বিশেষ সতর্কতা দেয়া হয়েছে। বলা হয়েছে দিল্লি, গ্রেটার নয়ডা, ফরিদাবাদ, বল্লভগড়, খুরজাসহ বিভিন্ন এলাকায় প্রচন্ড বজ্র-ঝড় হতে পারে। সেই সঙ্গে থাকতে পারে ভারি বৃষ্টিপাত। ভারতের আবহাওয়া বিষয়ক বিভাগ থেকে এমন পূর্বাভাষ দেয়া হয়েছে। বলা হয়েছে একই অবস্থা আজ অব্যাহত থাকবে উত্তর প্রদেশের পশ্চিমাংশে। এ বিষয়ে সতর্কতা জারি করেছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। গত সপ্তাহে দেশটির পাঁচটি রাজ্যে প্রচন্ড ধুলিঝড় ও বজ্রবৃষ্টি হয়। এতে কমপক্ষে ১২৪ জন নিহত হন। আহত হন কমপক্ষে তিন শত মানুষ। এর প্রেক্ষিতে সেখানে তৎপর হয়েছে আবহাওয়া বিভাগ। তারা বলেছে, উত্তর প্রদেশের বিভিন্ন এলাকা যেমন মীরাট, হাপুর, মুজাফফরনগর ও বিজনরের মতো এলাকায় একই রকম বজ্র ও বৃষ্টিপাত হতে পারে রোববার। আজ সকালে দিল্লিতে সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। এ মৌসুমে গড় তাপমাত্রার চেয়ে এ তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। গত সপ্তাহে বুধবার উত্তর প্রদেশ ও রাজস্থানে ভয়াবহ বজ্রপাত ও ধূলিঝড়ে বিপর্যস্ত হয়ে পড়ে ওই দুটি প্রদেশ। সৃষ্টি হয় এক ধ্বংসলীলা। আগ্রার চারপাশে গ্রামগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। সেখানে মারা যান কমপক্ষে ৪৮ জন। ওদিকে রাজস্থানের ভরতপুরে নিহত হন ১৯ জন। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। এতে বলা হয়েছে, কর্নাটকে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত ছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি ওই সফর সংক্ষিপ্ত করে শনিবার আকাশপথে আগ্রা ও কানপুর পরিদর্শন করেছেন। এরপর আহতদের দেখতে হাসপাতালে যান। পুরো রাজ্যে নিহত হয়েছেন কমপক্ষে ৭৫ জন।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here