ওআইসির সহকারী মহাসচিব পদে বাংলাদেশের হার

0
238

খবর ৭১ঃ ইসলামী সম্মেলন সংস্থা (ওআইসি)’র সহকারী মহাসচিব (বিজ্ঞান ও প্রযুক্তি) পদে নির্বাচনে বাংলাদেশের প্রার্থী হেরে গেছেন। বাংলাদেশ পেয়েছে ৬ ভোট। প্রতিদ্বন্দ্বি কাজাখাস্তান ১২ ভোট পেয়ে এ পদে নির্বাচিত হয়েছে। শনিবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে এশিয়া গ্রুপের ১৮টি রাষ্ট্র গোপন ব্যালটে ভোটাধিকার প্রয়োগ করে। কূটনৈতিক সূত্রে প্রাপ্ত তথ্য মতে, দুই পক্ষ সমানে সমান ক্যাম্পেইন করেছে টানা কয়েক মাস। বাংলাদেশের প্রার্থী পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব কামরুল আহসান ছাড়াও মন্ত্রী এএইচ মাহমুদ আলী, প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক ভোটার-রাষ্ট্রগুলোতে গিয়ে এবং ঢাকায় তাদের প্রতিনিধিদের মাধ্যমে প্রচারণা চালিয়েছেন। উল্লেখ্য, প্রায় এক যুগের বেশী সময় পর ওআইসির নীতিনির্ধারণী কোনো পদে লড়েছে বাংলাদেশ।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here