সাহিত্যে নোবেল পুরস্কার স্থগিত ঘোষণা

0
550

খবর ৭১ঃ এ বছরের সাহিত্যে নোবেল পুরস্কার স্থগিত ঘোষনা করা হয়েছে। প্রার্থী নির্বাচনের দায়িত্বে থাকা প্রভাবশালী এক কর্মকর্তার বিরুদ্ধে যৌন ও আর্থিক কেলেঙ্কারির অভিযোগ ওঠায় এই সিদ্ধান্ত নিয়েছে সাহিত্যে নোবেল পুরস্কার প্রদানের দায়িত্বে থাকা প্রতিষ্ঠান সুইডিশ একাডেমি। এ বছরের পুরস্কার ‘রিজার্ভ’ রাখা হবে। পরবর্তী বছর ২০১৯ সালে সাহিত্যে দুইটি পুরস্কার ঘোষণা করা হবে। শুক্রবার সকালে এক বিবৃতিতে এ ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। এ খবর দিয়েছে সিএনএন।
খবরে বলা হয়, বৃহস্পতিবার বিকালে বৈঠকে বসে সুইডিশ একাডেমির ১০ সদস্য। এতে তারা ২০১৮ সালে সাহিত্যে নোবেল পুরস্কার প্রদান স্থগিত করার সিদ্ধান্ত নেন। শুক্রবার সকালে দেয়া বিবৃতিতে সুইডিশ একাডেমির সেক্রেটারি বলেন, আমরা মনে করি, নতুন বিজয়ীর নাম ঘোষণা করার আগে মানুষের আস্থা অর্জন করার জরুরী। স্থগিতের এই সিদ্ধান্ত অন্যান্য বিষয়ে নোবেল পুরস্কার প্রদানের ক্ষেত্রে কোন বাধা সৃষ্টি করবে না। পুরস্কার স্থগিত করার বিষয়ে সুইডিশ একাডেমীর ঘোষণাকে স্বাগত জানিয়েছে নোবেল কমিটি। সংস্থাটি বলেছে, সুইডিশ একাডেমিতে সৃষ্ট সঙ্কট নোবেল পুরস্কারকে ব্যাপকভাবে প্রভাবিত করেছে। তাদের এই সিদ্ধান্ত দীর্ঘ মেয়াদে নোবেল পুরস্কারের মর্যাদা সমুন্নত রাখতে সহায়তা করবে। এই পদক্ষেপ ২০১৮ সালে অন্যান্য ক্যাটাগরিতে নোবেল পুরস্কার প্রদানের ক্ষেত্রে কোন প্রভাব ফেলবে না।
উল্লেখ্য, সম্প্রতি সুইডিশ একাডেমির কর্মকর্তা অ্যানেন আর্নল্টের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ওঠে। একই প্রতিষ্ঠানের প্রায় ১৮ জন নারী কর্মকর্তা অভিযোগ করেন, বিভিন্ন সময়ে আর্নল্ট তাদেরকে যৌন হয়রানি করেছে। অভিযোগকারীদের মধ্যে দু’জন সংবাদ মাধ্যমের সামনে প্রকাশ্যে মুখ খোলেন। পরে আর্নল্টের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে সুইডিশ একাডেমী। যৌন হয়রানির প্রতিবাদে ইতিমধ্যেই প্রতিষ্ঠানটির ৬ জন সদস্য পদত্যাগ করেছেন।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here