বাগেরহাটে আগুনে ৫টি বসত ঘর ভস্মিভূত, ৫০ লক্ষ টাকার ক্ষতি

0
226

বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের কচুয়ায় ৫ টি বসত ঘর আগুনে ভস্মিভূত হয়েছে। এতে অন্তত ৫০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার ১০টায় উপজেলার গোপালপুর ইউনিয়নের ফুলতলা গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাগেরহাটের একটি টিম ও এলাকাবাসী দুই ঘন্টা চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হয়। ততক্ষনে নান্নু শেখ, ইলিয়াস কবির চুন্নু, মুলতান শেখ, মাহবুবুর রহমান, ও স্কেন্দার শেখের ৫টি বসত ঘর আগুনে ভস্মিভূত হয়ে যায়। ইলিয়াস কবির চুন্নু জানান, সকাল ১১টার দিকে হঠাৎ করে নান্নু শেখের ঘরে আগুন লাগে। ঐ ঘরে দুইটি গ্যাস সিলিন্ডার ও বিদ্যুৎ থাকায় সবাই ঘর থেকে বের হয়ে যায়। পরে দ্রুত আগুন ছড়িয়ে পড়লে আমার (নান্ন} ঘর, সুলতান শেখ, মাহবুবুর রহমান, ও এস্কেন্দার শেখের ঘর পুরে যায়। প্রথমে এলাকাবাসী ছুটে এসে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাগেরহাটের একটি টিম এসে আগুন নেভাতে সক্ষম হয়। ততক্ষনে ঘরে থাকা নগদ টাকাসহ সকল মালামাল পুরে যায়। এতে প্রায় ৫০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাগেরহাটের উপ-পরিচালক সরদার মাসুদুর রহমান জানান কচুয়ায় অগিন্কান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে। এতে নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্রের ক্ষয়ক্ষতি হলেও কোন হতাহতের ঘটনা ঘটেনি।
খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here