জয়পুরহাটে শহরের যানজট প্রধান সমস্যা

0
230

মোঃ অালী হাসান: জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ যানজট জয়পুরহাটের এখন প্রধান সমস্যা হয়ে দাড়িয়েছে। যানজটের কারণে শহরে রাস্তা চলাচল দুস্কর হয়ে
পড়েছে। শহরের রাস্তাগুলি চওড়া না হওয়ায় প্রতি মুহুর্তে যানজট লেগেই থাকে। রিক্সার পাশাপাশি ব্যাটারী চালিত অটেরিক্সার সংখ্যার পরিমান আশংকাজনক হারে বেড়ে গেছে। এছাড়াও অবৈধভাবে চলাচল করছে শ্যালো মেশিন দিয়ে চালিত বেবী ট্যাক্সি। আবার দিনের বেলায় শহরে চলাচল নিষিদ্ধ াকা সত্বেও মেসি (ছোট ট্রাকটর), ট্রাকটর, ট্রাক শহরে চলাচল করছে অবাধে। শহরের এই শুরু রাস্তায় দাড়িয়ে দিনের বেলায় মাল ওঠানামা করার জন্য দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এছাড়াও বাস চলাচলে শহরের
বিভিন্ন স্থানে দাড়িয়ে যাত্রী ওঠনামার কারণে যানজটের সৃষ্টি হয়। ট্রাক টার্মিনাল থাকা সত্বেও টার্মিনালে ট্রাকগুলি না রেখে শহরের রাস্তায় যত্রতত্র রাখায় শহরের রাস্তার ওপর নির্মান সামগ্রী রেখে নির্মান কাজ করায় যানজন সৃস্টি হয়।ধানমন্ডিরোডে দিনের বেলায় ট্রাক দাড় করিয়ে ঘন্টার পর ঘন্টা মালামাল আনলোড করে। শহরের সবগুলো ফুটপাত দখল হয়ে যাওয়ায় পথচারিদের বাধ্যহয়েই যানবাহনের রাস্তা দিয়েই চলাচল করতে হয়। এতে করেও যানজটের সৃষ্টি হয়ই, আবার জীবনের ঝুকিও বেড়ে যায়। ফলে প্রায়ই দৃর্ঘটনা ঘটে থাকে। এগুলোর প্রতিরোধে জেলা আইন শৃংখলা কমিটির সভায় বহুবার সিদ্ধান্ত হলেও কোন
কার্যকরী ব্যাবস্থা নেওয়া হয় না। এদিকে জয়পুরহাট শহরের বুক চিরে বেরিয়ে গেছে রেল পথ। এই রেলপথ দিয়ে প্রতিদিন চলাচল করে ২২টি ট্রেন। এই রেল পথের
উপর দিয়ে চলে গেছে প্রধান সড়ক। ট্রেন চলাচলের সময় গুরুত্বপূর্ণ এই প্রধান সড়কের ওপর রেল গেট বন্ধ থাকে।
ফলে তখন হয় সবচাইতে বেশী যানজট। যানজট নিরসনে প্রধান সড়কটি প্রস¯ত করা ছাড়া বিকল্প নেই। আবার রেলগুমটিও করতে হবে চওড়া। বিশ্বস্থ সুত্র থেকে জানাগেছে যে, প্রধান সড়ক ৪ লেনে উন্নীত হবে, এজন্য সার্ভেয়ারদ্বারা কতটুকু জায়গা প্রয়োজন হবে তারা সেইটুকু মেপে দাগ দিয়ে গেছে একমাস আগে। কিন্তু আজ
পর্যন্ত কাজের কোন উন্নতি পরিলক্ষিত হয়নি। রাস্তা থেকে কমপক্ষে ৫“ ফুট বাদ দিয়েঘড় বা দোকান ঘড় নির্মান করার বিধান থাকলেও পৌকতৃপক্ষের
উদাসীনতার কারনে শহরের মাড়্য়োারী পট্টী, বড়মসজিদ রোড,পুর্ববাজাররোড, শহীদ জিয়া কলেজ রোড, ও সরকারী কলেজ রোডে রাস্তার উপর দোকানঘড় নির্মান করায় ও বিভিন্ন রা¯তায় এসমস্যা থাকায় যানজট বৃদ্ধি পেয়েছে জয়পুরহাটের দীর্ঘদিনের দাবী বিশেষ করে
শহরের বাইপাস সড়কের অভাবে মানুষ যানজটের কবলে পড়ে দুর্ভোগ পোহাচ্ছে। এবং প্রায়ই একসিডেন্টের শীকার হতে হচ্ছে। শহরের জিরো পয়েন্টে আলিশান
মোড়ে জেলা পরিষদের জায়গা প্রায় ৭ থেকে ৮ বছর আগে রাস্তা প্রশস্ত করার জন্য ভেংগে ফেলে স্বাধীনতা স্কয়ার করার কথাছিল, সেই জায়গায় ছোট ছোট চায়ের ও -বিস্কুটের ,ফলের, ও বিভিন্ন হকাররা
বসে জায়গা দখল করে দোকান চালিয়ে যাচ্ছে\ এবং এক চায়ের দোকানদার বললেন আমাদেকে প্রতিদিনি ৫০ টাকা করে দিতে হয়, আরেকজন বললেন কারো কাছে ৫০টাকা কারও কাছে ৭০ টাকা কারো কাছে ৩০ টাকা দোকান ভেদে টাকা দিতে হয়। নাম জানতে চাইলে সে বলে নাম বললে আমার দোকান তুলে দিবে।এই টাকা যা সরকার বা জেলা পরিষদের তহবিলে জমা হয়না।জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট জানান
এব্যাপারে আমি কিছু জানিনা। আমি হকারদের বলেছি যতদিন স্বাধীনতা স্কয়ার হবেনা, ততদিন পর্যন্ত আপনারা বিনা টাকায় থাকতে পারবেন, মৌখিকভাবে
তাদেরকে আমি বলেছি। জয়পুরহাটবাসীর প্রত্যাশা অবিলম্বে শহরের এই জিরো পয়েন্টে দোকান ঘড়গুলো উচ্ছেদ করে বাস ও যান চলাচলের ব্যাবস্থা গ্রহন করা।
তাহলে জয়পুরহাটে যানজট কমেযাবে ও মানুষের মাঝে স্বস্তি ফিরে আসবে।

খবর ৭১/ এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here