মোঃ অালী হাসান: জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে প্রযুক্তির ব্যবহার হচ্ছে জয়পুরহাটের তিলকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। ক্লাসরুমের ভেতর ও বাইরে
বসানো হয়েছে সিসি ক্যামেরা। ক্লাস নেয়া হচ্ছে প্রজেক্টর ও সাউন্ড সিস্টেম ব্যবহার করে। অন্যদিকে ভিন্নরূপ জেলার বাকি স্কুলগুলোতে। ভাঙাচোরা ঘরে চলছে শিক্ষা-কার্যক্রম। শিক্ষার মান ফেরাতে
প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার। জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। একটা সময় যে স্কুলের ক্লাসে না যেতে নানা ছলচাতুরির আশ্রয় নিত শিক্ষার্থীরা, প্রযুক্তির ছোয়ায় পাল্টে গেছে সেই দৃশ্যপট। উপস্থিতি বাড়ার পাশাপাশি বেড়েছে শিক্ষার মানও। শিক্ষার
পরিবেশ ফিরিয়ে আনতে স্থানীয়দের সহায়তায় পুরো স্কুলটিকে সিসি ক্যামেরার আওতায় এনেছে পরিচালনা কমিটি। ক্লাস রুমের ভেতরে ও বাইরে বসানো হয়েছে
১৮টি সিসি ক্যামেরা। এছাড়া প্রজেক্টর ও সাউন্ড সিস্টেম ব্যবহার করে নেয়া হচ্ছে ক্লাস। মুদ্রার অপর পিঠের দৃশ্য দেখা যায় জেলা সদরের একাধিক স্কুলে। পরিত্যক্ত ও ঝুঁকিপূর্ণ ভবনে চলছে ক্লাস। এতে বিদ্যালয়
বিমুখ হয়ে পড়ছে শিক্ষার্থীরা। প্রাথমিক শিক্ষা অফিসের জরিপে, লেখাপড়ার মানের দিক দিয়ে জেলার ৩৭১টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ভালো অবস্থায় আছে ১৮৪টি এবং বেহাল অবস্থার ২২৩টি বিদ্যালয়। শিক্ষার মান ফেরাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।
সংকট আছে শিক্ষকেরও। জেলায় ২ হাজার ৩৪ জন শিক্ষকের বিপরীতে কর্মরত আছেন ১ হাজার ৮শ ৪৯ জন।
খবর ৭১/ এস: