রিয়াদের বাসা থেকে ২ কোটি ২৫ লাখ টাকার চেক উদ্ধার: ডিএমপি

0
42

গুলশানে সাবেক এমপি শাম্মী আহমেদের বাসা থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় গ্রেফতার হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুর রাজ্জাক বিন সুলাইমানের (রিয়াদ) বাসা থেকে ২ কোটি ২৫ লাখ টাকার চেক উদ্ধার করেছে পুলিশ।

ডিএমপি জানিয়েছে, বুধবার (৩০ জুলাই) সংবাদ সম্মেলনে চাঁদাবাজির ঘটনায় গ্রেফতারদের কাছ থেকে এই চেক উদ্ধার করা হয়েছে। গুলশান থানায় একটি মামলা দায়ের হয়েছে এবং পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।

এ ঘটনায় ২৬ জুলাই গুলশানে সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় ৫০ লাখ টাকা চাঁদা নেওয়ার সময় হাতেনাতে ধরা পড়েন পাঁচজন। তাদের মধ্যে রিয়াদ, ইব্রাহীম হোসেন, সাকাদাউন সিয়াম ও সাদমান সাদাবের নাম রয়েছে। পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের হুমকি ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে।

তারা গুলশান এলাকার বাসায় গিয়ে ৫০ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার দাবি করেন। দাবিকৃত টাকা না পেয়ে তাদের পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দেন। পরে ২৬ জুলাই আরও ৪০ লাখ টাকা দাবি করার সময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে আটক করে। এ ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাদের নেতাকর্মীদের বহিষ্কার করেছে এবং সারাদেশে সংগঠনের কমিটি স্থগিত করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here