বরখাস্ত হওয়ার পর গাড়িতে মিলল রুশ মন্ত্রীর মরদেহ

0
63

মন্ত্রিসভা থেকে বরখাস্ত হওয়ার কয়েক ঘন্টা পরই গাড়িতে মিলেছে রুশ মন্ত্রীর মরদেহ। রোমান স্তারোভোইত নামে ওই ব্যক্তি রাশিয়ার পরিবহনমন্ত্রী ছিলেন। তাঁর শরীরে গুলির চিহ্ন রয়েছে।

দেশটির সরকার ও রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, স্তারোভোইত আত্মহত্যা করেছেন। এএফপি ও বাসস এ তথ্য দিয়েছে।

সোমবার (৭ জুলাই) মন্ত্রিসভা থেকে স্তারোভোইতকে অব্যাহতি দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিন একটি প্রেসিডেন্সিয়াল ডিক্রি প্রকাশ করে জানায়, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাঁকে পরিবহনমন্ত্রীর পদ থেকে অব্যাহতি দিয়েছেন। সংক্ষিপ্ত ঘোষণায় বলা হয়, ‘রোমান স্তারোভোইতকে পরিবহনমন্ত্রীর পদ থেকে অব্যাহতি দেওয়া হল।’ এর কয়েক ঘণ্টার মধ্যেই মস্কোর উপকণ্ঠে একটি গাড়ি থেকে স্তারোভোইতের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়।

এ বিষয়ে গঠিত তদন্ত কমিটি এক বিবৃতিতে জানায়, ওদিন্ৎসোভো জেলায় ব্যক্তিগত গাড়ির ভেতর থেকে সাবেক পরিবহনমন্ত্রী রোমান স্তারোভোইতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর শরীরে গুলির চিহ্ন রয়েছে। এটি আত্মহত্যা বলে বিবেচনা করা হচ্ছে।’

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ও বার্তাসংস্থাগুলোও জানিয়েছে, স্তারোভোইত নিজেই গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন। তবে ঠিক কখন তিনি আত্মহত্যা করেন, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

৫৩ বছর বয়সী স্তারোভোইত গত বছর মে থেকে রাশিয়ার পরিবহনমন্ত্রীর দায়িত্বে ছিলেন। এর আগে তিনি ইউক্রেন সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলের গভর্নর ছিলেন। সেখানে এখন ইউক্রেনের সেনাদের সাথে যুদ্ধ করছে রুশ সেনারা।

রুশ সংবাদমাধ্যমে বলা হচ্ছে, ইউক্রেনের ড্রোন হামলার পর রাশিয়ার বিভিন্ন বিমানবন্দরে ভ্রমণ বিশৃঙ্খলার কারণে তাঁকে বরখাস্ত করা হয়। তবে তাঁর বিরুদ্ধে কুরস্ক অঞ্চলে দুর্নীতির অভিযোগ এবং সীমান্ত এলাকায় প্রতিরক্ষাব্যবস্থা গড়তে বরাদ্দ অর্থ আত্মসাতের সম্ভাব্য মামলার বিষয়েও গুঞ্জন রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here