আজ ১০ মহরম, পবিত্র আশুরা। মুসলমানদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শোকাবহ একটি দিন। আল্লাহর রহমত ও ক্ষমা পাওয়ার আশায় সারাবিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা প্রার্থনা ও জিকির-আসকারের মধ্য দিয়ে দিনটি পালন করেন।
৬১ হিজরি সালের এই দিনে মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর প্রাণপ্রিয় দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা.) ও তার পরিবারের সদস্যরা ইয়াজিদের সৈন্যদের হাতে কারবালার ময়দানে শহিদ হন। পবিত্র আশুরা তাই মুসলিম উম্মাহর জন্য এক তাৎপর্যময় ও র্মস্পর্শী বিয়োগাত্মক-শোকাবহ দিন। দিনটি মুসলমানদের কাছে সত্য ও ন্যায় প্রতিষ্ঠারও দিন।
দিনটি উপলক্ষে রোববার রাজধানীর হোসেনি দালান ইমামবাড়া থেকে তাজিয়া মিছিল বের করেছে শিয়া সম্প্রদয়ারে মুসল্লিরা। মোহাম্মদপুর শিয়া মসজিদের সামনে থেকেও শোক মিছিল বের হয়েছে।
তাজিয়া মিছিলটি হোসেনি দালান ইমামবাড়া থেকে রাজধানীর আজিমপুর, নীলক্ষেত, নিউমার্কেট, সায়েন্সল্যাব ঘুরে ধানমন্ডি গিয়ে শেষ হবে।
কালো পোশাক পরে মিছিলে অংশ নিয়েছেন মুসল্লিরা। প্রতীকী ছুরি, আলাম, পতাকা বা নিশান হাতে নিয়ে এই মিছিলে যোগ দিয়েছেন তারা।
কারবালা ট্র্যাজেডির কারণে মুসলিম বিশ্বে আশুরা পালিত হয় শোক ও হোসাইনি চেতনায়। বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে দিনটি পালন করা হচ্ছে।
বাসস জানিয়েছে, পবিত্র আশুরা উপলক্ষে দেয়া এক বাণীতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, পবিত্র আশুরা জুলুম ও অবিচারের বিপরীতে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় মানবজাতিকে শক্তি ও সাহস জোগাবে।
এই মহিমান্বিত দিনটির তাৎপর্য ধারণ করে মহান আল্লাহর নৈকট্য লাভে সবার প্রতি বেশি বেশি নেক আমল করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা।